আমাদের কথা খুঁজে নিন

   

এগুলোর মানে কি? (অতিশয় জনগুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক পোষ্ট)

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

পথ চলতে অনেক দৃশ্য চোখে পড়ে। নানা প্রতিষ্ঠানের বাহারী বিজ্ঞাপন তাদের মধ্যে অন্যতম। দেয়ালে দেয়ালে নানা রংয়ের হেকিমী/দাওয়াখানা হারবাল চিকিৎসার পোষ্টার। বাসে ট্রেনে যাতায়াতের সময় আপনি না চাইলেও একদল লোক আপনার হাতে গুজে দেবে এদের অত্যন্ত অরুচিকর ছবি ও লেখা সম্বলিত লিফলেট। আজ দেখলাম উত্তরবঙ্গের স্বনামধন্য(?) একটি চিকিৎসালয়ের পোষ্টার।

যাতে দেখা যাচ্ছে ঐ প্রতিষ্ঠানের প্রধান হেকিম আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির কাছ থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করছেন। এখানে এই মন্ত্রীর ছবি দেয়া কতটুকু যুক্তিযুক্ত? অবস্থাদৃষ্টে মনে হয় দেশের মানুষ সব নপুংসক হয়ে যাচ্ছে। তাদের বিশেষ অঙ্গের দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে। নানা প্রকারের হেকিম কবিরাজের রাজত্ব চলছে। যদি এখানে কেউ চিকিৎসা (!) নিতে না আসেন তাবে এরা পোষ্টার ছাপানোর টাকা কোথায় পায়! এসব পোষ্টারের ভাষাগুলো দেখুন, যাতে বলা হয়েছে দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ভেষজ ও হারবাল পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়।

১০০% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। আরেকটি লাইলে বলা হয়েছে, সেক্স ও যৌন সমস্যার সমাধানের জন্য আজই আসুন। আমাদের সুযোগ্য চিকিৎসা নিন। হারবাল ও ভেষজ এবং সেক্স ও যৌন সমস্যা বলতে কি বুঝানো হয়েছে বুঝতে পারলাম না। এ যেন অবস্থার যা কন্ডিশন মারাতœক সিরিকাস জাতীয় অবস্থা! যাই হোক, আপনারা এদের বাহারী বিজ্ঞাপন দেখে ভুলে যাবেনা, এরা সকল রোগের চিকিৎসা (অপচিকিৎসা) দিয়ে থাকে।

সাধারণ মানুষ এমনকি অনেক শিতি মানুষও এদের বাহারী বিজ্ঞাপন দেখে প্রলুদ্ধ হয়ে প্রতারিত হয়। তাই সাবধান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.