আমাদের কথা খুঁজে নিন

   

নিউজপেপার

আমি আমার আনন্দে লিখি!!!

দৈনিক খবরের কাগজ আর ভাল লাগেনা প্রতিদিন সেই পুরনো একঘেয়ে কাসুন্দি! কোথাকার কোন বৃদ্ধ মন্ত্রী কি বলল তাতে বুঝি আমার বয়েই গেল!! একঘেয়ে খেলার পাতা আর ভালো লাগেনা, কার উরু সুন্দর শারাপোভা না আজারেঙ্কার সত্যি করেই, দেখতেও ইচ্ছে করে না আর!! ঘেন্না লাগে বিশ্ব সংবাদে বুশ পুতিনের লড়াই ভাললাগে বিক্ষুদ্ধ রাজপথে বিক্ষোভের মিছিলে ভালোবাসার চুম্বন! মিসর-সিরিয়া-আফগান বর্বরতা সেখানে নিমেষেই হয়রান! দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু প্রতীক্ষায় যেন নেলসনের বাড়ি ফেরা! সম্পাদকের সম্পাদকীয় আজ আনিসুল হকের গদ্যকার্টুন, বুদ্ধি বেচা বুদ্ধিজীবিরা মিথ্যাচারের বিকৃত পণ্য! সাপ্তাহিক বিশ্বে সুন্দরের বিচার হয় জুলিয়া গিলার্ড না ইউলেনা তিমাশেঙ্কো কে বেশী সুন্দরী আলিয়া ভাটের হাইওয়েতে নগ্ন শরীরের বর্ণনা অরুন-বিন্দু-প্রভার বিনোদনে! শেয়ার বাজারের পাতা খুলতে আজ ভয় হয়! নতুন করে কেউ বুঝি গলায় দড়ি নিল আজ! বাড়ন্ত জিডিপি মুখে হাসি ফোটায়নি কৃষকের মৃত্যুর বুঝি মরণ হল, এই সাঝঁ! আবুল হোসেনরা উদ্বোধন করে কতশত পদ্মা সেতু, বিলবোর্ডে ভেসে যায় উন্নয়নের বিজ্ঞাপনের কবুতর দৈনিক পত্রিকা সে ছবি ছেপে দেয় পূণঃবিজ্ঞপ্তি! অপ্রিয় প্রেমিকার মত নাছোড়বান্দা মোবাইলের প্যাকেজ, কামড়ে ধরা জমাট বাধা পোশাকে আকর্ষণীয় হয় বিজ্ঞাপনে ধর্ষনের খবরের উপস্থাপন যোগায় কামের!!! ১০ টাকা দাম দিয়ে কিনি, হয়ত অভ্যাসে, চায়ের টেবিলে চোখ বুলাতে বুলাতে, প্রয়োজনে অথবা পার্কের নগ্ন সিড়িতে ভালোবাসার আচ্ছাদনে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.