আমাদের কথা খুঁজে নিন

   

নিউজপেপার প্রকাশের ইতিহাস



আজকের আধুনিক দুনিয়ায় প্রতিটি দিনের শুরু হয় খবরের কাগজ দিয়ে। খবরের কাগজ বা নিউজপেপার কিংবা সংবাদপত্র যা-ই বলি না কেন সংবাদ প্রসারের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটি। দুনিয়া জুড়ে প্রতিদিন লাখ লাখ বিভিন্ন ধরনের খবরের কাগজ প্রকাশিত হচ্ছে। ছোট বন্ধুরা, তোমরা কি বলতে পারো, এ খবরের কাগজ প্রথম কবে প্রকাশিত হয়েছিল? ইতিহাসের পাতা থেকে জানা যায় প্রায় হাজার বছর আগে চায়নায় প্রথম খবরের কাগজ প্রকাশিত হয়। যার নাম ছিল জিং বাও।

অর্থাৎ রাজধানীর সংবাদ। সে সময় রাজপরিবার প্রথা প্রচলন ছিল তাই রাজদরবার থেকে এ খবরের কাগজ বের হতো। তার কিছুদিন পর আক্তা দিউরনাল নামে আরেকটি সংবাদপত্র প্রকাশিত হয়, যার মানে দৈনিক ঘটনাবলী। আধুনিক বিশ্বে প্রথম দৈনিক সংবাদপত্র হলো ১৭৭২ সালে প্রকাশিত মর্নিং পোস্ট। এরপর সে দেশ থেকে জনপ্রিয় দি টাইমস প্রকাশিত হয় এবং তা এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে।

ইংরেজরা বাংলায় সংবাদ এবং সাময়িকী প্রকাশের জন্য প্রথম চেষ্টা চালায়। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় দি বেঙ্গল গেজেট। এরপর পত্রিকাটির নাম পাল্টে দি ইংলিশম্যান হয়। এবার আসি বাংলাদেশের কথায়। আমাদের দেশ থেকে প্রকাশিত প্রথম দিকের কয়েকটি বাংলা সংবাদ সাময়িকপত্রের মধ্যে ছিল ঢাকা প্রকাশ, বান্ধব ইত্যাদি।

এর মধ্যে ঢাকা প্রকাশ প্রায় ১০০ বছর প্রকাশিত হয়েছিল। ১৮৭১ থেকে ১৮৯০ সালের মধ্যে একটি পরিবর্তন ছিল চোখে পড়ার মতো তা হলো, এ বিশ বছরে সংবাদপত্র শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে মফস্বল শহরগুলোতে ছড়িয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতো গ্রাম এলাকার মানুষদের কাছে খবরের কাগজ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে বরিশাল থেকে বালারঞ্জিকা, চট্টগ্রাম থেকে আয়ুর্বেদ, ময়মনসিংহ থেকে সঙ্গীত উল্ল্যেখযোগ্য। ঢাকার শিল্প ও বিজ্ঞান বিষয়ক রামধনুও ছিল বেশ জনপ্রিয়।

এ দেশে প্রথম ইংরেজি নিউজপেপার হলো ঢাকা নিউজ। এটি ১৮৫৬ সালে প্রকাশিত হয়। তবে শিড়্গিত সমাজে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল ঢাকা প্রকাশ ও বেঙ্গল টাইমস। আজ বিশ্বে ৫০ কোটির বেশি লোক প্রতিদিন খবরের কাগজ কেনে। পৃথিবীর সব দেশের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বেশি খবরের কাগজ প্রকাশিত হয়।

সংবাদপত্রের মাধ্যমে জনগণের একটি অংশ বিভিন্ন বিষয় সম্পর্কে মত প্রকাশ করে এবং আমরা তা জানতে পারি। প্রতিটি সংবাদপত্রে একজন সম্পাদক বা এডিটর থাকেন। যিনি নিজস্ব মতামত অনুযায়ী নিউজপেপারটি সাজাতে পারেন। মজার কথা কি জানো, আগে এদেশে প্রকাশিত ইংরেজি ও বাংলা পত্রিকার মধ্যে দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য ছিল। ইংরেজি পত্রিকাগুলো ছিল সংস্কারমূলক।

আর অধিকাংশ বাংলা পত্রিকা ছিল রক্ষণশীল, যা সেই সময়কার সমাজের চিত্র তুলে ধরতো। তবে এখন সময় পাল্টেছে। মানুষের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। এখনকার পত্রিকার মধ্যে আমরা দেশের খবরের পাশাপাশি বিদেশের খবর সম্পর্কে জানতে পারি। আরো জানতে পারি, বিভিন্ন আইন, শিক্ষা, ইতিহাস, কালচার, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে।

সূত্র: ইন্টারনেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.