পাগলের প্রলাপ....
আজকে সারাদিন অনেক ব্যস্ততার মইধ্যে কাটাইলাম। বিকালে ধানমন্ডিতে পান-সুপারীতে গেলাম, ওই খান থেইক্যা একটা মায়সুরী চাবাইতে চাবাইতে বাইর হইয়াই সামনে পড়ল একটা বান্দর। নকল না আসল বান্দর। একজনের লাইগ্যা দাড়াইয়া আছি। চিন্তা করলাম বেটায় যখন খেলাই দেখাইতাছে, একটু টাইম পাস করি।
যাই হোক খেলাটা হইল বান্দরটারে বেটায় যেইটা কয়, ওইটাই শুনে। ব্যাটা সবাইরে কইল, এহন আমি ওরে একটা চেয়ারে বসামু। চেয়ার থেইকা লাফ মাইরা এই রিং-টার ভিতর দিয়া গাও না লাগাইয়া আইব যাইব। তয় আমি চিন্তা করলাম ধুর মিয়া এইটা আবার কোন খেলা হইল নাকি। যাই হোক খেলা শুরু করল।
তয় বান্দরটারে যখন চেয়ারে বসাইয়া দুরের থেইকা বাদাম দেহায় ওইটা আর আইবার চায়না। অনেক সাধাসাধির পরেও যখন আর চেয়ার ছাইড়া উঠতাছেনা হঠাৎ কইরা পিছন থেইক্যা একজনে কইল ওই মিয়া তোমার বান্দর চেয়ার ছাইড়া ওঠতাছেনা কেন? আরেক জন কইল, ওই মিয়া বান্দরের নামডা কি ? বেডায় কইল রাখছিলাম মন্টু, তয় মনে ওইতাছে আজিজ কইয়া এহন থেইক্যা ডাকতে অইব।
শুনে আমার মনে অইল শালা শূ. বা. আজিজ্যা কি এইভাবেই জনমনে রইয়া যাইব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।