ঝুম বৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে
বৃষ্টির ফোঁটা কখনও কি মিশেছে তোমার চোখের জলের সাথে?
মন কেমন করা কোন বিকেলে কাধে ব্যাগ ঝুলিয়ে
প্রিয়জন কে কখনও কি বলেছ, "চললাম, নিরুদ্দেশের উদ্দেশ্যে"
আমি জানতে চাই- নীরব সন্ধ্যায়
লাল কৃষ্ণচুড়া গাছের দিকে কখনও কি এক দৃষ্টিতে তাকিয়েছ?
ঝড়া পাতার নগরীর মায়াহীন রাজপথে
কখনও কি তুমি হেঁটে বেড়াও শুকনো পাতা মাড়িয়ে ?
প্রখর রোদে ভরা কান্ত দুপুরে
কখনও কি তুমি বাতাসে মেঘের গন্ধ পাও?
কি ভালো লাগে তোমার?
সবুজ ঘাসের বুকে খালি পায়ে হেঁটে বেড়ানো
নাকি একলা বসে আনমনে নিজের সাথে কথা বলা?
রিমঝিম বৃষ্টিতে যখন বড়ো একা লাগে
ভালো লাগে কি তোমার বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মাখতে?
শেষ বিকেলের গোধুলীতে অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে
ভালো লাগে কি তোমার পুরোনো দিনের কথা ভাবতে?
অকারন বিষন্নতায় যখন অজান্তে ভিজে উঠে তোমার চোখের কোন
তখন কি অনুভব করো নিজের ভেতরে কারও জেগে ওঠা?
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে বারান্দায় এসে দাড়ালে
চারপাশের নিস্তব্ধতা ভেঙ্গে শুনতে কি পাও তুমি রাতজাগা পাখীর ডাক?
কি ভালো লাগে তোমার?
আজ আমার বড্ডো জানতে ইচ্ছে করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।