হেঁটে হেঁটে যতদূর চোখ যায়
রাজনীতিবিদরা প্রায়ই বলেন-আমরা দেশের জন্য কাজ করি। জনগণের জন্য কাজ করি। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি- নেতারা এ দেশকে খুবই ভালবাসেন! এদেশ, এ জাতির উন্নতি নিয়ে তারা সদাব্যস্ত থাকেন। সত্যিই কি তাই?
-এখনো আমরা স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তিতে আছি।
-হরতাল, অবরোধে সাধারণ মানুষের কষ্ট হয়। যারা দিন আনে দিন খায়-তাদের বাড়িতে কি নেতারা খাবার দিয়ে আসেন?
-একমুখে তাদের দুকথা কেন! মতায় থাকাকালীন যে জিনিসটা ভাল বলেন মতা থেকে নামার পর একই মুখে ঔ একই জিনিস খারাপ বলেন কি করে? তবে কি ওটা আপনাদের মুখ না অন্যকিছু?
-একবার মতায় গেলে তারা আজীবন যেন মতায় থাকতে চান।
-এত আন্দোলনে জনগণের কি লাভ হয়? তারা কি পাজেরোতে ঘুরতে পারে? এসি টয়লেট ব্যবহার করতে পারে?!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।