আমাদের কথা খুঁজে নিন

   

বোধহয় দেশপ্রেমিক(!) হতে পারলাম না.......তাই আজ চুপ!

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আজকে এই সাত সকালে ঘুম থেকে উঠে খবর তো দেখতেই হলো...ঢাকায় এসছি গতকাল অফিসের কাজে...আজ যেতে হবে কড়াইল সেটেলাইট স্টেশনে...খবর তো দেখতেই হবে...পথে কি নামা যাবে কি যাবেনা? মনে হচ্ছে যাবেনা। নাম অবরোধ হলেও ভিতরে বাইরে অভ্যন্তরে সর্বদিকেই মনে হয় গাড়ী চলাচল বন্ধ থাকছে। হরতালেও চেয়েও বেশী কিছু! একি শুনি খবরে ! কথার কি সুন্দর, কি অদ্ভুত আনৃত আনৃত উচ্চারণ নির্দ্বিধায় নানজনের , নানান দলের ও মতের মুখে মুখে---- ..................খবরে শোনা নানান গুনী অগুনী বিশিষ্ট আর অবিশিষ্ট মানুষ এর মুখে শোনা কথাগুলো নিয়ে একটু আগে বেশ বড় সড় একটা লেখা লিখে ফেললাম। কিন্তু না ...সে লেখা আমার বোধ পোষ্ট করতে সায় দিলনা। কি হবে ...তিন কোনা চরিত্রের মানবগুলোর একবাহু তান্ত্রিক কথা তুলে ধরে।

সাংবাদকিরা আছেনই .......পত্রিকায় তুলে দিতে ........কখনও কেঁটে ছেটে। তিন বাহু নিয়ে যাদের নিত্য জীবন তাদের নিয়ে আসলে ভেবে সময়ই নষ্ট । এই সময়ে ভাল একটা বই পড়লেও শান্তি্ ...মুখে এক ...অন্তরে এক ...আর কর্মে আর এক....বিষম ত্রিভুজ জীবন সব আমাদের মুখ চেনা দেশপ্রেমীর দলের(!)। আমার অতো দেশপ্রেম নেই! আমিতো মারামারি চাইনা। আন্দোলন চাইনা কোন রকমই।

কিন্তু ওটা বলে পলিটিঙ্রে অবিচ্ছেদ্য অংশ। আমি মানতে চাইনা। ....দেশপ্রেম থাকলে বলে ভালর জন্যে রক্ত দিতেই হবে। ..তাও আমি মানতে চাইনা। ....তাই বুছি আমার দেশপ্রেম নেই।

....সংবিধানের নাম বলে বলে হিংসা হিংসা সহিংসতা ....আমি মানবীয় মনে করিনা.... জনগণকে গিনিপিক বানিয়ে ক্যান্সারের ওষুধ আবিষ্কার আমি বুঝতে পারিনা...লাশ কেটে ডাক্তারী বিদ্যা শেখার মধ্যে মানবতার উন্নয়ন , বিকাশ দেখি ....জ্যান্ত মানুষ কেটে ছেড়ে করলে দেখতাম না.... ..তাই বুছি আমার মধ্যে দেশভাবনা নাই। আমি বোধহয় বিকাশ(!) চাইনা। চাই নিদ্ধিধায় পথে হাঁটতে ..অতো কপচা কপচিতে আমি নাই। কাকে ভোট দেব সংশয় নিয়ে থাকি? নাগরিক এ অধিকার পালনের যথার্থতা নিয়ে নিজের মনে প্রশ্ন করি। ..........আমি তো তাই সঠিক দেশপ্রেমিক নই!... বর্তমান পরিস্থিতির নষ্ট তালগোল নিয়ে আমি তাই চুপ!!!!!!


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.