যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
কাগজে স্বপ্নের বিন্যাস
আধাআধি,আড়াআড়ি
জেগে ওঠা, ঘুমিয়ে থাকা
যদিও স্বপ্নগুলো আর অ-ধরা নেই
সহজেই ছোঁয়া যায় ডানাগুলো
কেটে রাখা পালকগুলো
যেন একটা দেয়ালের ওপাশ থেকে কথা বলা
কিছুটা উপস্থিত; আর সবটুকুই অনুপস্থিত
সিজোফ্রেনিক রোগীর মত
অনেক কষ্টে, মনে করে করে
হাতড়ে হাতড়ে, খুঁচিয়ে খুঁচিয়ে
ধীরে ধীরে জেগে ওঠা
নিজের ভেতর থেকেই
ভেতরের ভেতর থেকে
অথবা বাইরে থেকে
কিইবা এসে যায়
কোথা থেকে এল কিংবা হারালো
কাগজের পুরোনো প্রযুক্তিতে
তার অস্তিত্ব ভীষণ প্রবল এখনো
যা দেখিনা, যা দেখব না
ঠিক সেটার প্রতীক্ষায়
সংজ্ঞাহীন, সংজ্ঞা বিতরণকারী
সংজ্ঞা ভাঙ্গনকারী
অবয়বে অনেক দার্শনিক, কিন্তু পুরোটাই যন্ত্রের মত
কেবল উগরে দেয়া, কেবল নিংড়ে দেয়া
উৎপাদন; একের পর এক
অথচ কি অ-ধারাবাহিক
কি মর্মান্তিকভাবে অ-নির্ভরযোগ্য
নয় বছরের দুষ্টু বালিকার মত
তের বছরের শান্ত ছেলেটার মত
পূর্ণতাহীন, অথচ কি অভিব্যক্তিময়
অ-সুঠাম, অথচ কি নিবিড়ভাবে পূর্ণ
অথচ কি নিপূণ, কি কারুকার্যময়
কাগজে অমিত্রাক্ষর ক্যালিগ্রাফী
তোমরা অনেকেই
বলবে, এর সবই কবিতা
আমি বলব, কিছু নয় এসব
সবই ঈদে কেনা ছন্দবাজ জুতা
পায়ে দেই, পথে মাড়াই
আর খুলতে থাকি রংবেরং এর ফিতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।