আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষণ ভালো না বোধহয়- লজিক টা কি?

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সদ্য চুরি করা ডায়ালোগ--- ভেঙেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেবোনা... বাহ বাহ। চমেৎকার কথা । ব্লগের পাতায় টুকে রাখা চাই। রাখলাম তো। ( নিজের মনকে বললাম) টুকলাম বলে ভাবার কোন প্রয়াস খুঁজেন না কলসির কানা ভাঙলে আমি আবার প্রেম বিলিয়ে বেড়াব।

মোটেও না। অবশ্য তিরষ্কার করবো কিনা সেটা নিয়ে একসময় সন্দেহ থাকলেও আজকাল অতটা নেই। কেন জানি নিষ্ক্রিয়তা কাজ করে বড় বেশী। যাক বাবা ভেঙেছে তো ভেঙেছে । বকে কি হবে , আসবে ফেরত।

মনে মনে ঠিকই কিন্তু ফুসফাস রাগ। তাই ওটা প্রেম না। লক্ষণ আমার ভালোনা বোধহয়। ব্লগে অবশ্য ছাড়েনা খুব একটা কেউ কাউকে। এখানে অন্য হরমোন নিসরণ ঘটে ব্লগা দের দেহে , ...এক ইঞ্চি ওলট পালট হলেই হলো, বাস কে কারে দৌড়ায়ে ভূষন্ডির মাঠে নিয়ে দাঁড় করাতে পারে...জনে জনে দৃষ্টি মেলে পড়ছে তো রে বাবা ...ইগোইষ্টিক মেটার তো।

লজিক দিয়ে কিচ্ছু হবেনা সলতে পুড়ে গেলে নতুন সলতে , তেল দিয়েই তবেই দেখতে পেলে ... ----এটা চুরি করা না ...স্ব উদ্ভুত... না বোঝার কথা নয়..বোকামীর ভাব আর সারল্য ঠিকই বলে দিচ্ছে বোকা পথিক ছাড়া এসব কে লেখে। কিন্তু কথা কি মিথ্যে । ভাবতে ভাবতে কর্মযোগ হয়না অনেকেরই। সে ভাবের লাভ কি। লজিক দেবোনা, যদি ভাত দিতে পারতে প্রতিটি মুখে , লজিকের তবে প্রয়োজনই পড়তো না।

অথচ এই তুমি আমি আমাদেরই অনেকে ভাত নষ্ট করে লজিক দেই, দূর মুখে রুচি নাই। পেটে যে শূণ্যতা নাই সেটা কে বলবে, কেউ না...পরম নিয়তি মুখ খোলেনা। সে আসলেই পরম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।