আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের গতিপথ



আজ জীবনের গতিপথটাই পাল্টে গেল। অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে। আজ সেই স্বপ্নগুলো তাসের ঘরের মত ভেঙ্গে গেল। কত কঠিন কথাগুলো কত সহজেই হাসি মুখে বলা হয়ে গেল। যেন কিছুই হয়নি।

বাহ্যিক ভাবে দেখলে মনে হবে সব স্বাভাবিক আছে। কিন্তু আমি জানি কি হচ্ছে। এ যেন সুনামি। এর আগেও অনেক কারনে মচকে গিয়েছি। ভাঙ্গিনি।

ঠিক এবারও ভাংবনা। নিজেকে জানতে শিখেছি। বুঝতে শিখেছি। নিজেকে ছোট করে অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু আর না।

নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আর কোন কাজ নয়। আজ ঠিক এ কারনেই কষ্ট পাচ্ছিনা যে আমি আমার আত্মমর্যাদা বিসর্জন দেইনি। আমি আমার আমি কে চিনেছি। কারো হাতের পুতুল হয়ে থাকতে চাইনা। আর যদি কোন কষ্ট থাকে সেটাকে শক্তি হিসেবেই ব্যবহার করব।

আর সবার মত আমি তাকে বলবনা যে তুমি জাননা যে তুমি কি হারালে। কারন আমি কি টা আমিই জানি। আর সে কি হারাল সেটা সেই বুঝবে। আমার তাকে তা বুঝিয়ে দেয়ার প্রশ্নই উঠেনা। আমি আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব করেছি।

সেটা মূল্যায়ন করার দায়িত্ব তার। আগে যে রকম ভাল ছিলাম এখন তার থেকে আরও ভাল থাকতে চাই। আর আমি পারব সেভাবেই থাকতে। এই বিশ্বাস আমার নিজের উপর আমার আছে। নিজেকে আরও গুছিয়ে নিতে চাই।

এবার এর গতিপথে কোন স্পীড ব্রেকার থাকবেনা। আর থাকলেও তা আমি মানবনা। কারন আমার জীবনের এখন সরল। আর এই পথে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না । কারন তাকে যে দাঁড়ানোর সুযোগই দিতে চাইনা আমি।

এ যেন এক বাঁধ মুক্ত খরস্রোতা নদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.