আমাদের কথা খুঁজে নিন

   

কি খেতে চান, বেড়াতে গিয়ে?

আমার ব্যক্তিগত ব্লগ

একজনে কাছে শুনলাম, ঘুরতে বের হলে খুব কষ্ট করে যাতায়াত করে, খায়-দায়, এতে তখন কষ্ট হলেও পরে নাকি মজা লাগে। স্কুলে থাকতে এক ম্যাডাম গল্প করেছিলেন, ইউ এস এ তে একদল ছেলে মেয়ে বাসে উঠেছে, সাথে এক গাদা গাজর। সারাক্ষণ ঐ খাচ্ছে আর হই চই করছে। ম্যাডাম জিগ্যেস করে জানতে পারলেন, ওরা ঘুরতে বেরিয়েছে, খরচ সামলানোর জন্য গাজর খাচ্ছে। আমি এসব ব্যাপারে একটু ব্যতিক্রম।

আমি মনে করি ঘুরতে বেরিয়েছে আরামের জন্য, আনন্দের জন্য। এখন খাওয়া-থাকা নিয়ে কষ্ট করলে আমার আর কিছু ভালো ভাবে দেখা হবে না। সারাক্ষন ঐ সব নিয়েই মন খুত খুত করবে। বনে যারা ঘুরতে যায়, সাপ ব্যাং কাকরা মাকড়সা কি না খায়...। তবে আমার সৌখিন বন দর্শনকারীদের জন্য ব্যবস্থা ভিন্ন।

আমরা সকাল, দুপুর আর রাতে 3বেলা ব্যুফেতে খেয়েছি শীপ এ। একেকদিন একেক রকম খাবার। বেশির ভাগ বাংলাদেশি খাবার। আবার কোন কোন দিন ওয়েস্টার্ন খাবার। এখানে বলে রাখি আমাদের 23 জনের দলে 19 জনই ছিলেন বিদেশী।

সব খাবারের নামও ঠিক মতোন জানিনাহ। জানা খাবার গুলোর কথা বলতে পারবো... সকালে: পরাটা, রুটি, পিঠা, মধু, ডিম (কয়েক রকমের ভাজি), টোস্ট, জেলি, কলা... আরো কি কি যেন। থাক মেনু নিয়ে লিখবোনা, আপনাদের পাশা পাশি আমার নিজেরও আবার খেতে ইচ্ছা করছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.