আমাদের কথা খুঁজে নিন

   

সাপের তৈরি মদ খেতে গিয়ে খেতে হল সাপের কামড়!

বিষাক্ত সাপকে অ্যালকোহলের মধ্যে চুবিয়ে রেখে তৈরি হয় 'সেইজু'। মদ বা অ্যালকোহল দিয়ে প্রস্তুতকৃত বিশেষ ধরনের এই 'সেইজু' চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। সম্প্রতি উত্তর চীনে 'সেইজু' খেতে গিয়ে লিউ নামের এক নারী আক্রান্ত হয়েছেন সাপের কামড়ে। খবর গ্লোবাল টাইমস।

খবরে প্রকাশ, আবহাওয়ার পরিবর্তনের জন্য চীনের হারবিন শহরের লিউয়ের কোমরে ব্যথা হলে তার এক বন্ধু সেইজু মদ খাবার পরামর্শ দেন।

তিনি এক বোতল সাপ মিশ্রিত মদ শেষ করার পর যখন বোতলটির মধ্যে আরো মদ ভরতে যান তখনই ঘটে বিপত্তি । বোতলটিতে মদ ভরতে গিয়ে দেখেন তিন মাস আগে অ্যালকোহলের  বোতলে ভরা  সাপটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং জীবিত আছে। আর কিছু বোঝার আগেই সাপটি বোতল থেকে মুখ বের করে কামড়ে দেয় মহিলাকে। তবে হাসপাতালে নেওয়া হলে বেঁচে যান ওই নারী।

এ ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হলেও আশ্চর্ষ হবার তেমন কিছুই নেই।

কারণ সাপ তার শ্বসন প্রক্রিয়া ও হৃদস্পন্দন কমিয়ে শীতনিদ্রায় গিয়ে দিনের পর দিন বেঁচে থাকতে পারে। আর এ ক্ষেত্রে সাপটি অ্যালকোহল ঐ বোতলটির মধ্যে তিন মাস শীতনিদ্রায় ছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.