আমাদের কথা খুঁজে নিন

   

ফারহান আখতারের ডন

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ঈদে আর দীপাবলীতে নাকি শাহরুখ খান অভিনীতি ডন ছবিটা নিয়া হৈচৈ পড়ে গেছে। হিট মুভি। তাই দেখার জন্য উতলা হয়ে ছিলাম। কাল রাতে মন দিয়ে দেখলাম ডন।

বিগ বাজেটের হাই ভলিউম ছবি। কারিনা কাপুরের মতো অভিনেত্রী স্রেফ একটা এপিসোড করার পর মরে যান। আছে প্রিয়াঙ্কা চোপড়া। ওম পুরি, অজর্ুন রামপাল, ইশা কপিকর তো আছেই। কিন্তু সবকিছুর কেন্দ্রে ডন শাহরুখ খান।

ভীষণ চতুর, নৃশংস আর মেয়েপাগল এক ডন। আন্ডারওয়ার্লডের বাদশা। বাদশার সিপাহসালার। সে যার সঙ্গে কাজ করে, তার প্রতিপক্ষ পুলিশের চোখে ফাঁকি দিয়ে তাদেরই একজন হয়ে আছে। ডনের মৃতু্যর সে ডনের মতো দেখতে একজনকে পাঠায় ডনের পুরানা জায়গায়।

সে ডনের জায়গা দখল করে। ঘটতে থাকে নানা ড্রামা। শেষ পর্যন্ত প্রশ্ন ওঠে এই ডন কি বিজয় না আসল ডন। শাহরুখের দুই চরিত্রে অভিনয় বেশ জমাট। আছে কিছু আরও কিছু মশলা।

কামিনী মানে করিনা কাপুর প্রেমিক হত্যার প্রতিশোধ নিতে গিয়ে খুন হয় ডনের হাতে। প্রিয়াকা মাঠে নামে ভাই ও ভাইয়ের প্রেমিকার হত্যার পর। কিন্তু তার সঙ্গে পেয়ার হয়ে যায় নকল ডনের। শেষ পর্যন্ত জানা যায় এটাই আসল ডন। অনেক দিন পর বিগ বাজেটের এন্টিহিরো থ্রিলারে শাহরুখসহ এত অভিনেতা অভিনেত্রী, রোমানস, সাসপেনস আর প্লেফুল কাহিনী মিলিয়ে ডন হিট হবে এতে আর আশ্চর্যকী? বাজি রেখে বলা যায় এর সিকোয়েল আসছে।

তার ঈঙ্গিত আছে মুভিটির শেষে। অতএব আবারও ডন দেখতে হবে আমাদের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.