বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
রোবট নায়ক 'সি-ফি' সৃষদ্বির 50 বছর পহৃর্তি উদযাপিত হয়েছে 2005 সালে। রবি্ব নামক ধীরে চলা দানবাকৃতির এই রোবটটি বিখ্যাত পরিচালক কল্কেল্টর 'ফরবিডেন প্ট্ন্যানেট' চলচ্চিত্রে অভিনয় করেছিল। সাড়ে সাতফুট (2.3 মিটার) উচ্চতার সঙ্গে গল্ফ্বুজাকৃতির স্ট্বচ্ছ মাথা এবং কিছু পেঁৗছানো এন্টেনাই ছিল এর অঙ্গপ্রত্যঙ্গ। চলচ্চিত্রের অভিনয়ের ক্ষেত্রে 'সদ্বার ট্রেক' চলচ্চিত্রের রোবট নায়ককে সে প্রেরণা জুগিয়েছিল।
রোবট এখন মানুষের জীবন রক্ষাকারী হিসেবে আবিভর্ূত হয়েছে। রোবট নিয়ে কাজ করছে অনেকেই। একটি বুদব্দিমান যান্পিক মানবের সাহায্য পাওয়া আমরা কি আশা করতে পারি? এটি আবার দু'পায়ে হাঁটবে এবং তার প্রভুকে সবসময় রক্ষা করবে_ তাও কি আশা করা যায়? অথচ ভবিষ্যতে দেখা যাবে একটি হাস্যকর বিবস্ট্প দানবীয় রোবট মানুষের পরিবর্তে বিভিল্পম্ন উদব্দারকার্যে লিপ্টস্ন রযেছে; এবং দানবীয় থাবার সাহায্যে গাড়ির দরজা খুব সহজেই খুলতে পারছে। এ ধরনের কল্কপ্পনা করা অদ্ভুত বলেই মনে হবে। এক ধরনের রোবট অনেকটা দানবীয় মাকড়সাকৃতির।
এর বাহুর শেষাংশ ধারাল ্ব্নেড এবং চিমটা যুক্ত। আরো এক প্রকার রোবট আছে যা খুবই নমনীয় এবং সাপের মতো বুক দিয়ে হাঁটতে পারে।
মানবসদৃশ যন্প কোনো সাহায্য ছাড়া ল্যাবরেটরির মসৃণ মেঝেতে হাঁটছে, এ দৃশ্য এখন অবাস্টস্নব কিছু নয়। প্রথম রোবটকে যান্পিক করা হয়েছিল অনেকগুলো ছুরি ও চিমটা দিয়ে। এটি শল্য চিকিৎসা বিষয়ক রোবট।
যা এখন খুব দ্রুত পৃথিবীর বিভিল্পম্ন হাসপাতালে ছড়িয়ে পড়ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত সার্জারি বিষয়ক অস্ট্প তৈরির প্রতিষ্ঠান 'সানিভেইল'। আমরা আরো আশা করতে পারি যে, সার্জারি বিষয়ক রোবটগুলো খুব কঠিন কাজ করছে এবং আরো বিভিল্পম্ন সার্জারির জন্য তাদের কাজে লাগানো হবে। তবে রোবট গতানুগতিক ধারার সার্জনের মতো কাজ করে না। শরীরের অভ্যনস্নরে প্রবেশ করানোর জন্য মানুষের মতো রোবটের বুক বা পেট উন্মোচন করার প্রয়োজন হয় না।
রোবটের মাকড়সাকৃতির লল্ফ্বা বাহুগুলো খুব ধারালো একজোড়া ক্ষুদ্র ছিদ্রযন্পের সাহায্যে সহজেই মানবদেহের অভ্যনস্নরে প্রবেশ করতে পারে। এই ছিদ্র যন্পকে 'পোটর্স' বলা হয়। হার্টের ভাল্ক্ব মেরামত বা মহৃত্রনালীগ্রন্থির অসুখ সারানোর ক্ষেত্রে প্রয়োজনীয় যন্পপাতিসহ খুব সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে। রোবটের ক্ষুদ্রাকৃতির হাত কাজ করার সময় কাঁপে না এবং খুব দক্ষভাবে ঘোরাতে ও পেঁচাতে পারে। যা মানুষের হাতের কৌশলকেও হার মানায়।
কাজ শেষে অল্কপ্প ছিদ্র রেখে এটি বেরিয়ে আসে, যার জন্য খুব কম সেলাইয়ের প্রয়োজন হয়। যান্পিকভাবে সজ্জিত রোবটের চিকিৎসা ঘরটির দৃশ্য অদ্ভুত। রোবটটি অপারেটিং টেবিলের পাশাপাশি বসা থাকে। জাপানের কিটাকিয়সুতে পরীক্ষাকালে এনরিউ কাটর্ুন নায়কের মতো আচার-আচরণ করেছিল। গাড়ির দরজা খুলেছে, লোহার খ- নিয়েছে এবং ভারি বস্ট্তুকে রাস্টস্না থেকে তুলে উপরে ছুড়েছে।
ট্যাংক জাতীয় এই অদ্ভুত রোবট তার প্রত্যেক বাহু 500 কিলোগ্রাম পর্যনস্ন ওপরে ওঠাতে পারে। রোবটটি তৈরি করেছে জাপানের একটি কোমঙ্ানি। তারা ইতিমধ্যে বাড়ির নিরাপত্তারক্ষী ও অভ্যর্থনা প্রদানে সক্ষম রোবটও তৈরি করেছে। রোবটটি জাপানের অগ্গিম্ন ও প্রাকৃতিক দুর্যোগ গবেষণা ইনসদ্বিটিউটের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।