হিউম্যান রাইটস ওয়াচের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিজে থেকেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে আক্রমণ ও হত্যা করতে পারে এমন প্রাণঘাতী রোবট নির্মাণের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
মানবাধিকার সংস্থাটির অস্ত্রবিষয়ক বিভাগের পরিচালক স্টিভ গুজ আরও বলেন, ‘নিজে থেকেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে হত্যা করতে সক্ষম এমন প্রাণঘাতী রোবট কখনও বানানো উচিত নয়। নৈতিক ও আইনি বাধা অতিক্রম করে যেতে পারে এই প্রাণঘাতী রোবটগুলো। যুদ্ধক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি কোনো রোবট নয় বরং একজন মানুষের হাতেই থাকা উচিত।’
প্রাণঘাতী রোবটের গবেষণা ও নির্মাণ নিষিদ্ধ করার দাবিতে আন্তর্জাতিক চুক্তির ডাক দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে ৭০টির ও বেশি দেশ সেনাবাহিনী এবং আইশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবহার করছে ড্রোন এবং বিভিন্ন প্রাণঘাতী রোবট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।