ক্রেতার বাজার নির্বিঘ্ন রাখার বিষয়টি নিশ্চিত করেই রকমারি জিনিসপত্রের দোকানে বিক্রয়কর্মী হিসেবে যন্ত্রমানবকে (রোবট) নিয়োগ দিতে হবে। ব্যাপারটি মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার রোবটকে বিভিন্ন যন্ত্রপাতি সতর্কতার সঙ্গে ব্যবহারের পদ্ধতি শেখাচ্ছেন। ছুরির ব্যবহার থেকে শুরু করে ডিমের ঝুড়ি বহনের মতো বিভিন্ন দক্ষতা এসব পদ্ধতির অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাকস্টার নামের একটি রোবটকে ধারালো ও স্পর্শকাতর জিনিসপত্র নিয়ে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কৌশল শেখানো হচ্ছে। লাইভসায়েন্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।