- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
নিভন্তপ্রায় সিগারেট হাতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে
পথে পড়লো সেই চেনা গ্যাস স্টেশনটা
থমকে দাঁড়ালাম আজও- ঠিক সেদিনের মতো।
আগুনের টুকরোখানাও জ্বলে উঠলো
আমার মতো সেও সুপ্তাবস্থায় নেই আর
ভাবনার স্রোত আবারও গেলো হারিয়ে...
যখন ফিরে এলাম আগুন মরে গেছে-
অপেক্ষা বড্ড বিরক্তিকর- সে জড় হোক
আর জীবই হোক। আবার পথ চলা-
যদি আরেকটি দিন ফিরে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।