বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
যুক্তরাষ্ট্রে পৃথক দুটি সহিংস ঘটনায় 2 জন বাংলাদেশী নিহত হয়েছেন।
নিউইয়র্ক সিটির কুইন্সে প্রবাসী বাংলাদেশী হুমায়ুন কবির লস্কর দুর্বৃত্তদের বেধড়ক প্রহারে গুরুতর আহত অবস্থায় 11 মাস হাসপাতালে মৃতু্যর সঙ্গে লড়ার পর গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রিন্সিসকের ফ্রিমন্ট এলাকার একজন প্রবাসী বাংলাদেশী মহিলা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
গত বৃহস্পতিবার বিকালে ইফতারের আগে প্রকাশ্য রাসত্দায় এই হত্যাকাণ্ড ঘটে।
বার্তা সংস্থা এনা জানায়, আলেয়া আনসারী নামের প্রবাসী বাংলাদেশী ঐ মহিলা এ সময় বোরকা পরে তার 3 বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
পুলিশকে জানিয়েছেন ইসলামি পোশাক পরে রাসত্দায় হাঁটছিলেন বলেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। 27 বছর বয়সী এক হিস্প্যানিক দুবর্ৃত্তকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে নিহত বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার হুমায়ুন কবির লস্করের বাড়ি সিলেটের জকিগঞ্জে। গত বছর 21 শে নভেম্বর রাতে ট্যাক্সি চালানোর সময় একদল দুবর্ৃত্ত তার ওপর হামলা চালায়।
সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর থেকে আর সংজ্ঞা ফেরেনি হুমায়ুনের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।