আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলের ড্রয়িং

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমার ছেলের বয়স আট। ও ড্রয়িং করে মূলত কম্পিউটারে। কার্টুন দেখা এবং কম্পিউটারে গেমস খেলা ওর নেশা। মন টানলে মাঝে মাঝে ড্রয়িং করে। আর্টের কোনো স্কুল বা প্রচলিত পদ্ধতিতে আর্টের ধারণা ওকে দেয়া হয়নি। ব্লগে সাকিব, সাবি্বরের মন্তব্যে ওর কিছু আর্ট পোস্ট দিতে বলেছিলো আমাকে। সংগ্রহে যা আছে তাই দিয়ে দিলাম।কিছু ড্রয়িং মনে হয়েছে এখনও শেষ করেনি ও। আশা রাখি ভবিষ্যতে ভালো ড্রয়িং উপহার দিতে পারবে ও। ড্রয়িংগুলোর ক্রমান্বয়- 1. Birthday Card 2. Unfinished Drawmg 3. Mosque 4. New Year Card 5. Tools 6. Beyblade

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।