বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
পৃথিবীর প্রাচীন সপ্তাহশ্চর্যের 6টিই ধ্বংস হয়ে গেছে। টিকে আছে কেবল একটি মিসরের পিরামিড। তাই নতুন করে সপ্তাশ্চর্যের একটি তালিকা তৈরি করতে যাচ্ছে সুইস স্বেচ্ছাসেবী সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স। ইতিমধ্যে 200টি ঐতিহাসিক স্থাপন থেকে বেছে বেছে 21টির একটি তালিকা তৈরি করা হয়েছে।
http://www.7wonders.com/ সাইটে গিয়ে যে কেউ পছন্দের স্থাপনার জন্য ভোট দিতে পারবেন। চূড়ানত্দ পর্যায়ের 21টি স্থাপনার তালিকায় রয়েছে মোগল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল, চীনের গৌরব মহাপ্রাচীর, কম্বোডিয়ার এঙ্গোর ওয়াট টেম্পেলসহ প্রভৃতি মধ্যযুগীয় নান্দনিক স্থাপনা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি, ফ্রান্সের আইফেল টাওয়ার, অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজের মতো আধুনিক স্থাপত্যগুলোও এই তালিকায় অনত্দভর্ুক্ত হয়েছে। আর টিকে থাকা প্রাচীন সপ্তাশ্চর্যের একটি মিসরের পিরামিডও এই তালিকায় রয়েছে। ইতিমধ্যে অনলাইনে প্রায় বিশ্বজুড়ে 2 কোটি লোক এই সাইটটিতে লগইন করেছে।
অনেকে তাজমহল এবং অনেকে চীনা মহাপ্রাচীরের পক্ষে ভোট দিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন। চূড়ানত্দ তালিকায় স্থান পাওয়া সপ্তাশ্চর্যের মধ্যে আরো রয়েছে স্যালিসবারির 5 হাজার বছর আগের প্রাকৃতিক পাথর, জর্ডানের প্রাচীন পেট্রা নগরী, গ্রিসের এথেন্সের এক্সোপলিসের মতো ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোও। অনলাইনে ভোট গ্রহণ শেষে আগামী বছর জুলাই মাসের 7 তারিখ পুর্তগালের লিসবনে নতুন সপ্তাশ্চর্যের নাম ঘোষণা করা হবে। নতুন সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে লগইন করুন http://www.7wonders.com/এই সাইটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।