আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব সপ্তাশ্চর্যের শীর্ষ তিনে "সুন্দরবন" এবং "কক্সবাজার" - এগিয়ে চলেছে বিজয়ের রথে

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

দুটি প্রাকৃতিক বিষ্ময় "কক্সবাজার" এবং "সুন্দরবন", আমাদের দেশেরই সম্পদ। মনোনয়নপ্রাপ্ত ১৫৮টি বিশ্বের অন্যান্য বিষ্ময়ের সাথে বাংলাদেশের এ দুটি প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগীতায় গতপরশু যথাক্রমে ২৩ ও ১৪তম স্থানে অবস্থান ছিল, গতকাল (২৬/১২) সেই অবস্থান যথাক্রমে ৫ম ও ৪র্থ এবং আজ সকালে (২৭/১২) অবস্থান ছিল যথাক্রমে ৩য় ও ২য় এবং বর্তমান অবস্থান যথাক্রমে ১ম ও ২য়। সুখকর খবর বটেই আমাদের জন্য, আমাদের দেশ বিশ্বের তালিকায় স্থান পাবার জন্য প্রতিযোগিতায়, আমরা সে প্রতিযোগিতার অংশ বিশেষ ভোটিং-এর মাধ্যমে নিজ দেশের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু এজন্য দরকার আরো ক্যাম্পেইন। যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই জানবে এই সপ্তাশ্চর্যে বাংলাদেশের অবস্থানের কথা এবং তার ভোটিং-এর কথা। আমাদের দেশকে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেবার জন্য কি খুব বেশী উদাহরণ প্রয়োজন ? একটি প্রশ্ন ! অথচ যখন বাংলাদেশ বলতে দূর্ণিতিপরায়ন, দুর্যোগকবলিত, ঋনের দায়ে দায়গ্রস্ত একটি দেশের চিত্রগুলো প্রথমেই ভেসে উঠে, সত্যি কষ্টকর! কিন্তু আমরা এখনও বলতে পারি-চিনিয়ে দিতে পারি, বিশ্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের পটভূমির রচয়িতা বাংলাদেশ, নোবেল বিজয়ী দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধে লাখো শহীদের অর্জিত বিজয়ের দেশ এই বাংলাদেশ।

এরকমই একটি উপলক্ষ ’বিশ্বের সপ্তাশ্চর্য’। যদি সেখানে স্থান করে নিতে পারে আমাদের দুটি প্রাকৃতির ঐশ্বর্য তা হতে পারে আমাদের গর্বের এক নতুন মাত্রা, বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবার এক অনন্য উদাহরণ। ""কর্তৃপক্ষ আপনার কাছে অনুরোধ একটি শিরোনামে সপ্তাশ্চর্যে ভোটিং-এর লিংকটি স্টিকি করে দিন ব্লগের প্রথম পাতায়। আপনাদের কাছে খুব সামান্য একটি জায়গা বরাদ্দের অনুরোধ জানাচ্ছি। রেজিষ্টার্ড, আন-রেজিষ্টার্ড, ভিজিটর সবাই জানুক আমার দেশের কথা, দেশের প্রকৃতিক সৌন্দর্যের কথা।

আপনারা কি পারবেন না এই সামান্য কাজটুকু করে দিতে, যেখানে চিরভাস্মর হয়ে থাকবে আমাদের প্রিয় ব্লগ সামহোয়ারইন ব্লগের-এর নাম, সামহোয়ারইন এর ব্লগার বন্ধুদের কৃতজ্ঞতা। "" - এটা ছিল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এবং কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে সাড়া দিয়ে সবার দৃষ্টিগোচরের জন্য "নির্বাচিত পোষ্ট"-এ স্থান করে দিয়েছেন-কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ একটি সাফল্য প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত হবার জন্য। বাংলাদেশের দুটি প্রাকৃতিক বিষ্ময়কে এগিয়ে নেবার জন্য ভোট দিন : ক্লিক করুন এবং ভোট দিন একটি ব্যপার মনে রাখা দরকার, যেহেতু এ প্রক্রিয়া এক বছর ধরে চলবে অর্থ্যাত আগামী ৩১ডিসেম্বর ২০০৮পর্যন্ত ইন্টারনেটে ভোটিং লাইন চালু থাকবে সেহেতু দরকার নিরবিচ্ছিন্ন প্রচার এবং ধারাবাহিকতা। এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে সুন্দরবনের বর্তমান অবস্থান এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে কক্সবাজারের বর্তমান অবস্থান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.