আমাদের কথা খুঁজে নিন

   

কোনো ভাবেই ওরা যেন আমার নীল নদ দেখতে না পায়

সৃষ্টি সুখের ঊল্লাসে

দুগর্ম পাহাড়ী অঞ্চলে এক লোক মাটি খুড়ে কিছু পানি পেয়েছে, সেখানে তারা পানির অভাবে থাকে। পঁচা ময়লা ঘোলা পানি ঘরে এনে সে এতোই আপ্লুত যে কী করবে বুঝতে পারছে না। তার স্ত্রী বললো- চলো এ পানি বরং রাজাকে দেই, তিনি খুশি হবেন। ওরা রাজার কাছে গেলো এবং রাজা অত্যন্ত খুশি হলেন সে পানি পেয়ে। যে পাত্র ভরে পানি এনেছিলো ওরা, রাজা আদেশ দিলেন সে পাত্র ভরে ওদের সোনার মোহর দেবার জন্য। মহা আপ্যায়নের পর রাজা তার মন্ত্রীকে বললেন ওদের রাজধানীর সীমানা পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। কিন্তু সাবধান, দেখো, কোনো ভাবেই ওরা যেন আমার নীল নদ দেখতে না পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.