ইসু্যভিত্তিক আন্দোলন
প্রেমের টানে সম্রাট শাজাহান গড়েছেন তাজমহল। পারুর জন্য জীবন দিয়েছেন দেবদাস। কিন্তু বর্তমান সময়ে আমরা সাধারণ ভাবে প্রেমও করতে পারি না। সবখানে খালি বাধা। কয়েক বছর আগেও পার্কে বসে প্রেম করা যেতো।
এখন সেটাও বন্ধ। ক্যাম্পাসে বসে প্রেম করবো, সেখানেও শিবির মামুরা লাথি দিয়ে উঠায়া দেয়। তাহলে ভাবুন আমরা যামু কই? সম্প্রতি আমাদের মেয়র মহোদয় একটি পার্ক করেছেন নগরীর কয়েক কিলোমিটার দুরে। কিন্তু সেখানেও প্রবেশ ফি 15 টাকা। সেখানে গেলে আবার পকেট খালি প্রবেশ ফি দিতে।
তাহলে উপায় কী? বাদাম খাওনের পয়সা পামু কই। প্রেমও করতে চাই আবার বাদামও খাইতে চাই। তাই সবচেয়ে নিরাপদ ও প্রবেশ ফি মুক্ত জায়গা নদীর তীর। আমরা নদীর তীরে বসে প্রেম করতে চায়। আসুন প্রেমিক ভাই ও বোনেরা।
আমরা নদীর তীরে প্রেম করার অধিকার নিয়ে জলিল-মান্নান ভূইয়ার মতো কোন সংলাপ নয়, আন্দোলন গড়ে তুলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।