আমাদের কথা খুঁজে নিন

   

যারা আল্লামা শফির বক্তব্যকে সঠিক বলে মনে করেন, তাদের উচিত নিজে বিয়ে করার জন্য চতুর্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করা মেয়ে খোঁজা, নিজের মেয়েকে চতুর্থ শ্রেণীর বেশী পড়তে না দেয়া আর বেগানা নারীদের থেকে একশত হাত দূরে থাকা।



যারা আল্লামা শফির বক্তব্যকে সঠিক বলে মনে করেন, তাদের উচিত নিজে বিয়ে করার জন্য চতুর্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করা মেয়ে খোঁজা, নিজের মেয়েকে চতুর্থ শ্রেণীর বেশী পড়তে না দেয়া আর বেগানা নারীদের থেকে একশত হাত দূরে থাকা। শফি তার নিজস্ব মতামত দিয়েছেন। যতদূর জানি, তিনি নিজেও নিজের বিশ্বাস অনুযায়ীই জীবনযাপন করেন। তার কথা ও কাজের মধ্যে অমিল খুঁজে পাই না। তার মতামত গ্রহণ বা বর্জন করার অধিকারও আমাদের রয়েছে। কিন্তু আশ্চর্য হই কিছু দলকানা বিএনপি সমর্থকদের কর্মকান্ডে। ব্যাক্তিগতভাবে নিজে প্রগতিশীল জীবনযাপন করলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে শফির মতামতের পক্ষাবলম্বণ করছেন। নিজে যেটা পালন করেন না, সেটা করার জন্য অন্যদের উপদেশ দেয়াটা ভন্ডামী ছাড়া আর কিছুই নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.