আমাদের কথা খুঁজে নিন

   

জুরাইনে পরিচয়হীন লাশের দাফন চলছে

সাভারে ভবনধসের ঘটনায় পরিচয় না পাওয়া ৩৬টি লাশ রাজধানীর জুরাইন কবরস্থানে আজ বুধবার বিকেলে দাফন করা হবে।
আজ জোহরের নামাজের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতাল মর্গে থাকা পরিচয়হীন ৩৬টি লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।
ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা পরিচয়হীন ১৯টি লাশ জুরাইন কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাদের জানাজা হয়। তিনি জানান, মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে বাকি ১৭টি পরিচয়হীন লাশ জুরাইনে নেওয়া হয়।


শনাক্ত না হওয়া লাশগুলোর ডিএনএ নমুনা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক শাখায় নম্বর দিয়ে সংরক্ষণ করা হয়েছে। পরে স্বজনেরা লাশগুলো শনাক্ত করতে পারবেন।
আঞ্জুমানে মফিদুল ইসলামের উপপরিচালক (সেবা) সারওয়ার জাহান প্রথম আলো ডটকমকে জানান, জুরাইন কবরস্থানে আরেক দফা জানাজার পর লাশগুলোর দাফন শুরু হয়েছে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের লাশগুলো দাফন করা হবে। এর মধ্যে ১৭ জন নারী ও বাকি দুজন পুরুষ।


সারওয়ার জাহান জানান, ডিএনএ নম্বরের সঙ্গে মিলিয়ে ক্রমিক নম্বর দিয়ে লাশ দাফন করা হচ্ছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.