রোনাল্ডোর ইগোকে ঠান্ডা রাখতে অর্থের বিকল্প নেই মানলেন রিয়াল মাদ্রিদ। আর তাই রেকর্ড অর্থের চুক্তি হল পর্তুগিজ তারকা রোনালদো-রিয়ালের মাঝে।
যাতে সই করে সিআর সেভেন বললেন, ম্যানচেস্টার অতীত। রিয়ালই এখন আমার বাড়ি।
দলবদলের বাজারে গ্যারেথ বেলকে রেকর্ড অর্থে সই করানোর পরে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয় যে রোনাল্ডোর সঙ্গে রিয়ালের ডিভোর্স শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রবিবার রিয়ালের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ২০১৮ পর্যন্ত ৭ কোটি ৬০ লক্ষ পাউন্ডের নতুন চুক্তিতে সই করলেন রোনালদো।
চুক্তি অনুযায়ী গ্যারেথ বেলের ৮৫ লক্ষ ইউরোর বেতন টপকে রোনাল্ডোর বার্ষিক আয় দাঁড়াল ১ কোটি ৫০ লক্ষ ইউরো। যার সৌজন্যে সিআর সেভেনই হবেন রিয়ালের সবচেয়ে দামি গ্যালাকটিকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।