আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া - আরবান গানের আর্কিটেক্টের সাথে আলাপন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আগুনের পরশমনিতে শিরোনামহীনের জিয়া আপনাদের মুখোমুখি হয়েছেন। তার ব্যান্ড আরবান বাংলাদেশ গড়ার আর্কিটেচারে মগ্ন হয়ে শহরের গান গাইবে - এটাই তো স্বাভাবিক। আমার বৃটিশ বন্ধু রবার্ট হায়মানও তাই বলতো। সে লন্ডনের একটা ব্যান্ডে গীটার বাজায়। বাংলাদেশে যখন ছিল সে সময়ে একদিন জিয়ার কথা বলতেই তাদের স্টুডিওতে আসতে চাইল।

আমি নিয়ে গেছিলাম, তখন শিরোনামহীনের নদী গানটা ফ্যাক্টরিতে ছিল। গানটার পেছনে তাদের ডেডিকেশন দেখে সে তো রীতিমত মুগ্ধ। পরে যখনই মেইলে যোগাযোগ হতো আমাকে বলতো, গানের সুরটা আমার কানে এখনও গুনগুনিয়ে ওঠে। আমি তো চ্যালেঞ্জ ছুড়েছিলাম, এ গানটা ঠিকই কালোত্তীর্ণ হবে। যদিও জিয়ার পছন্দের গান হাসি মুখ, কিন্তু আমার মনে হয় নদী গানটি তাদের আরবান জীবনের খুনসুটিকে মফস্বলে ছড়িয়ে দিতে পেরেছে সার্থকভাবে।

শ্রোতারা ট্রেডিশনাল ইন্সট্রুমেন্ট বানসুরি, দোতারার সাথে ক্লাসিকাল বাদ্যযন্ত্র সরোদের এক অদ্ভুত সমন্বয় লক্ষ্য করেন তাদের গানে। আসুন আজকে আমরা জিয়ার মুখে শুনি তাদের ইতিবৃত্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.