আমাদের কথা খুঁজে নিন

   

জামাতে ভর্তি পরীক্ষা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

(সতর্কীকরণ: প্রাপ্তবয়স্কদের জন্য) ব্ল্লগে ক'দিন থেকে আসা হয় না। গতকাল সকালে এসে দেখি ব্ল্লগ একবারে নির্জন। অন লাইনে কোন লোকজন নেই। লোকজনের কি এনাজর্ী লস্ হয়েছে। কর্তৃপক্ষের উচিত ওভালটিন চা সরবরাহ করা।

দেশে এখন আবার বৃস্টি বাদলা খুব বেশী। এরকম কাক ভেজা বৃস্টিতে কারই বা মন চায় ভিজে ভিজে ব্লগাতে। তার চেয়ে বাসায় বসে খিঁচুরী আর গরুর (মহিষের না) মাংস ঝাল করে রান্না করে আমের আচার দিয়ে এক পেট খেয়ে এক কাপ চা নিয়ে বসে গান শুনতে। তার সাথে ফোনে ফোনে যদি একটু আড্ডা চলে। মন্দ না।

ইন্টারনেটে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল জামাতে ভর্তি পরীক্ষার এই নতুন প্রশ্নপএ। দেশে যেখানে বিসিএস পরীক্ষার প্রশ্নই লিক হয়ে যায় সেখানে জামাত আর কোন ছার..। তবে ব্লগাররা দেখেন তো প্রশ্নগুলোর ঠিক ঠিক উওর দিতে পারেন কি-না? [গাঢ়]জামাতে যোগ দিতে চান?[/গাঢ়] তাহলে নীচের দু'টি প্রশ্নের সঠিক উওর দিন: 1. যদি একজন মহিলার শ্ল্লীলতাহানি হয় এবং তার চারজন পুরুষ সাক্ষী না থাকে তাহলে তিনি অবশ্যই: (ক) তিনি মিথ্যে বলছেন; (খ) তিনি একজন খারাপ মহিলা তাই তিনি স্বামীকে আগের থেকে জানাননি যে এরকম কিছু একটা ঘটতে পারে; (গ) তিনি অমুসলিম (ঘ) তিনি মনের থেকে সাক্ষী খোঁজার চেস্টা করেননি যখন এধরনের ঘটনা ঘটছিল। 2. আমাদের বন্ধু সৌদীরা তাদের দেশে মহিলাদের গাড়ী চালাতে দেন না, কারণ: (ক) তাদের গাড়ীতে পাওয়ার স্টীয়ারিং নেই; (খ) অধিকাংশ গাড়ী পুরুষ এবং মহিলারা তা নিয়ন্ত্রণ করতে পারবেন না; (গ) অধিকাংশ সৌদী মহিলাদের পা যথেস্ট লম্বা নয় যাতে তারা ড্রাইভ করতে পারবেন; (ঘ) মহিলাদের এক বিশাল গাড়ীর বহর সৌদী প্রাসাদে যুবরাজদের পেছনে হামলে পড়তে পারে, সেই আশংকায়। সৌজন্যে: mvjvg XvKv



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.