যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
একটা বিশেষ দিন নিয়া তিনটা মাত্র দিন, সকালে উইঠা লুকজনের কাছে খবর শুনি "জামাতে" যাইতে হইব। সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়া যায়। আমার রাষ্ট্র, রাষ্ট্রের সামরিক, সামরিক রাষ্ট্র সিভিলের ফান্ডিং এজেন্সী, দুই বেডী, বেডীগো ব্যাডা,ব্যাডাগো উপ. বৈধ, কন্যা সবাই জামাতে যাইতে চায়।
কাইলকা সকালে উইঠা দেখুম ফকরু জামাতের সাথে দাঁড়াইয়া জামাতের লগে কোলাকুলি করতাছে। জামাতের শিয়ালকুত্তাগুলা কোণায় যাইয়া দর কষাকষি করতাছে। পুরা বাংলাদেশ জামাতে দাঁড়াইয়া টিভি রেডিওরে জামাতী বানাইতাছে। দিগন্তে জামাত দেখাইয়া কইতাছে কিভাবে জামাতের রেসিপি তৈরী হয়। দোকানে ঝুলতাছে জামাতী আন্ডৃ ব্রা আর পেন্টি।
ব্লগেও দেখি জামাতের লগে শিবির পোষ্ট দিতাছে আর কইতাছে একদা জামাত শিবির আছিলাম। আরে জামাতী পেইড, এককালের রাজাকার যেমুন চিরকালের রাজাকার এককালের শিবির মানে চীরকালের শিবির। আমাগো মধ্যপন্থীরা তারপরও জামাতের লগে ঈদ উদযাপণ করতাছে। কোলাকুলি করতাছে। আমাগো বুদ্ধিজীবিরা লালন বাউল আর ভাববাদ বিক্রী কইরা কইতাসে জামাতে খারানীর অভ্যাস আমাদের পুরানা, আসলে এনজিয়ুর লাইগা নতুন প্রজেক্ট বানাইতাসে।
এইখানকার উইকি আর টেকি শায়েখরা জামাতের সাথে কইতাসে সবই আত্মপরিচয়ের বিষয়, মুক্তিযুদ্ধ বইলা কিছু ছিল না। এখনকার উত্তর আর অধিউত্তররা পালে পালে ছালাম দিতাছে, এখনকার আবাল বিশ্লেষকরা কইতাছে জামাতীরা কবিতা লেখবার পারেনা প্রবন্ধ লেখবার পারে না। আমি চারদিকে জামাতের শিয়াল হাসি শুনতে পাই।
কালকে সকালে উইঠা অনেক ভালো মানুষ জামাতে যাইবো, কোলাকুলি করব। তাগো দেইখা আমার ভালোও লাগবো।
কিন্তু আমার জামাত শুনলেই ঘিন্না লাগে, আমি জামাতে যাইতাম নারে ভাই.......।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।