আমাদের কথা খুঁজে নিন

   

পোপের ঐতিহাসিকভাবে অসত্য বক্তব্য এবং ব্লগস্ফিয়ারে রেসপনস

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

পোপের ইসলামী বিরোধী ঐতিহাসিকভাবে অসত্য এবং ভুলে ভরা বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিশ্বমিডিয়া ব্যস্ত। ব্যস্ত তথাকথিত 'ফ্যানাটিকদের'উগ্র প্রতিক্রিয়াকে একমাত্র প্রতিক্রিয়া হিসেবে দেখাতে। এখানে মূলত দুইটা সমস্যা চোখে পড়লো: 1. প্রথমত: পোপের মতো একজন ব্যক্তিত্বের মুখ থেকে ঐতিহাসিকভাবে অসত্য বক্তব্য। জোয়ান কোলের ব্লগ - ইনফরমড কমেন্ট -এ এই অসত্য তথ্য (যেমন ধর্মে জোর জবরদস্তি নিয়ে পোপের ভুল বক্তব্য ও ভুল রেফারেনস) তুলে ধরা হয়েছে। "পোপ গেটস ইট রং" শিরোনামে তার পোস্টের উদ্ধৃতি করছি: He notes that the text he discusses, a polemic against Islam by a Byzantine emperor, cites Qur'an 2:256: "There is no compulsion in religion." Benedict maintains that this is an early verse, when Muhammad was without power. His allegation is incorrect. Surah 2 is a Medinan surah revealed when Muhammad was already established as the leader of the city of Yathrib (later known as Medina or "the city" of the Prophet). The pope imagines that a young Muhammad in Mecca before 622 (lacking power) permitted freedom of conscience, but later in life ordered that his religion be spread by the sword. But since Surah 2 is in fact from the Medina period when Muhammad was in power, that theory does not hold water. In fact, the Qur'an at no point urges that religious faith be imposed on anyone by force. This is what it says about the religions: '2:62 | Those who believe (in the Qur'an), and those who follow the Jewish (scriptures), and the Christians and the Sabians-- any who believe in God and the Last Day, and work righteousness, shall have their reward with their Lord; on them shall be no fear, nor shall they grieve. ' 2. মিডিয়াতে প্যালেস্টাইনে বন্দী শিবিরের (স্পনসরড বাই ইসরায়েল) রাগী মানুষগুলোর রাগ প্রকাশের আরেকটা সুযোগকে ক্যামেরা বন্দী করে এবং একই সাথে স্কলারলি রেসপনসকে পাশ কাটিয়ে পশ্চিমা মিডিয়াতে আবারো মুসলিমদের ফ্যানাটিক হিসেবে দেখানোর মহোৎসব।

বেছে বেছে ফ্যানাটিকদের সব মিডিয়ায় কাভারেজ দেওয়ার প্রতিযোগিতা চলছে সারা বিশ্বে। প্রথমসারির ইসলামী স্কলারদের (পশ্চিমা দুনিয়াতেই বহু আছেন) রেখে আফ্রিকার সোমালিয়ার কোন এক কট্টরপন্থী ইসলামিস্ট -এর সাক্ষাৎকার নিতে ছুটছে নাম করা পশ্চিমের শীর্ষ নিউজ এজেনসির সাংবাদিকেরা। উদ্দেশ্য তাদের মুখ থেকে কোন ফালতু ফতোয়া বের করে নেওয়া। ঐ রকম একট "পোপকে খুন করো" টাইপ ফতোয়া ইতিমধ্যে সফলতার সাথে পাওয়াও গ্যাছে। সেটাই আপাতত লটকে থাকবে পশ্চিমা মিডিয়ায়।

ইনসপিরেশনস এন্ড ক্রিয়েটিভ থটস ব্লগে পোপের বক্তব্য নিয়ে সমর্্পকিত প্রথম [link|http://mysticsaint.blogspot.com/2006/09/get-your-education-right-mr-pope-more.html|wKw

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.