কাফিরেরা কখনো মুসলমানদের ভালো চায়না । আমাদের কাছ থেকে সকল সুবিধা নিয়ে আবার আমাদের বিরোধীতা করা এদের অভ্যাস । নিজেরা হাজারো পাপ করলেও তা কিছুনা অথচ মুসলমানরা কিছু করলেই বা কিছু ঘটলেই এরা পাগলের মত প্রলাপ করা শুরু করে । কথিত পোপও তার বাইরে নয় । মুলত এরা পোপ নয় পাপ ।
এদেশের গার্মেন্টস শ্রমিক নিয়ে সে কথা বলে আমাদের দেশে নাকি দাস প্রথা আছে তা বুঝিয়েছে। তাহলে এর জন্য দায়ী কে ? তারাই। তাহলে দাস প্রথার শুরু তো তারাই করেছে ।
কত নিম্ন টাকায় কাজ করা যায় সেই ধান্ধায় থাকে বিদেশী ক্রেতারা। সেই ধান্ধা মিটাতে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের চাপ দেয় পোপের দেশের লোকজন ।
আর এদেশের মালিকরা চাপ দেয় শ্রমিকদের, কাটছাঁট করে নিরাপত্তায়। কিন্তু কয় টাকা লাভ হয় মালিকদের? ১০ ভাগ লাভ যদি হয় গার্মেন্টস মালিকের, তবে ৯০ ভাগ লাভ হয় পোপের দেশের । কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে সেই মালিকদের হয় সব দোষ। তাদের উপর নেমে আসে খড়ক, নেয়া হয় রিমান্ডে। কিন্তু পোপরা তখন পল্টি মারে।
দিতে চায় না কোন ক্ষতিপূরণ, মুখ ফিরিয়ে নেন, আর দুষ্টুর মত বলতে থাকে, “আমরা কিন্তু আমাদের অর্ডার আর বাংলাদেশকে দেব না! কিন্তু করেনা ।
ধিক পোপের মানসিকতাকে!! ধিক তার মানবতাকে!! ধিক তার কুচিন্তাকে!! কারণ কখনই এরা বাংলাদেশ থেকে অর্ডার ফেরাবে না। বাংলাদেশ থেকে যেই টাকা দিয়ে বিদেশিরা শার্ট-প্যান্ট বানায়, পৃথিবীর অন্য কোন দেশে তা বানাতে পারবে না। অন্যকোথাও বানাতে খরচ পড়বে কয়েকগুণ। তাই প্রয়োজন তাদের বেশি, আমাদের নয়।
তাহলে দাশ প্রথা চালু করল কে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।