আমাদের কথা খুঁজে নিন

   

কেমন দেখতে হয় ঘাতকেরা?

সব অভিমান আকাশের চেনা চেনা..

সেপ্টেম্বরের 13 তারিখ কিমভীর গিল এর মাথায় কি ঢুকেছিল সেটা কেউ জানেন না। যেটা সবাই জানেন তা হল, 25বছরের এই তরুন বেরেটা সিএক্সফোর সেমিঅটোম্যাটিক, নাইনমিলিমিটার গ্লক পিস্তল আর নরিনকো শটগান নিয়ে তান্ডব চালায় ডাউনটাউন মন্ট্রিয়লের ডসন কলেজে। ঘাতক সহ দুজন মারা গেল, আহত হল 16জন। প্রতিদিন ডসন কলেজ পার হয়ে অফিসে যাই। ঘটনার দিনও পুলিশি অভিযান দেখেছিলাম চাক্ষুস। বড় অবাক হয়েছিলাম। এমন চমৎকার শহরে এমন ঘটনা হয় কিভাবে? সেই সূত্রেই জানার চেষ্টা ঘাতক কিমভীর গিলকে নিয়ে। শিখ বংশোদ্ভুত এই কানাডীয় নিজেকে পরিচয় দিতেন অ্যাঞ্জেল অব ডেথ হিসেবে। তার একটা ব্লগও পাওয়া গেছে vampirefreaks.com এ। একজন বিভ্রান্ত ঘাতকের পরিচয় জানতে দেখতে পারেন [link|http://72.14.207.104/search?q=cache:AzYaN-pRUcMJ:vampirefreaks.com/gallery.php?u=fatality666+vampirefreaks+fatality666&hl=en&gl=ca&ct=clnk&cd=1&client=firefox-a|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.