আমার ব্যক্তিগত ব্লগ
আজ আরিল জানল যে আমি ওর জন্মদিনের কথা জানিয়ে একটা পোস্ট করেছি। খুব আগ্রহ নিয়ে জানতে চাইলো, তারপর কি হলো (কারন তখন অফিসে কারেন্ট ছিলোনা, ও ব্লগে ঢুকতে পারছিলোনা)? আমি বললাম, সবাই তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, (আরিল বলল, তারপর?) তুমি কে জানতে চেয়েছে, (আরিল বলল, তারপর?) তোমার লেখা পড়তে চেয়েছে। ও খুব খুশি। বলল, আপনাদের সাথে ও মোবাইল চ্যাট করবে। মোবাইল চ্যাট (আওয়াজ) করতে চাইলে যাদের গ্রামীন ফোন আছে, তারা রেজিস্টার করুন....
reg tamim(yourname) m(or f) iub(university name)
for example type: reg tamim m iub
then send it to 5455
তারপর কনভার্মেশন মেসেজ পাওয়ার পর আরিলের সাথে চ্যাট করতে চাইলে টাইপ করুন,
chat arild (your message)
for example type: chat arild how r u?
then send it to: 5455
আমি নিশ্চিত ওর সাথে কথা বলে আপনাদের ভাল লাগবে।
[বি:দ্্র: আরিল সামহোয়্যার ইনের ফাউন্ডার, এখানে ওর পদবী "হেড ওফ ওপোরচিউনিটি", আমরা এম. ডি. বলতে পারি।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।