নির্ভয়ে সত্য বলুন
প্রিয় আরিল,
ব্লগে এসে যা দেখছি, আমি বিস্মিত। এ কেমন মুক্তবুদ্ধির চর্চা, যেখানে স্বস্তির নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না!
একপক্ষ ধর্মকে আক্রমণ করছেন, আরেক পক্ষ ধর্মগ্রন্থের উদ্ধৃতি তুলে তুলে নির্জলা ভন্ডামি করছেন। ব্লগ কোনো ধর্মচর্চার জায়গা নয়। ধর্মের অবমাননাও সেখানে ঘৃণ্য। ধর্মকে আক্রমণ করে যারা নিরর্থক পন্ডিতি করছেন, তারা প্রকৃতপক্ষে অসভ্যতাই করছেন।
আবার যারা কোরান-হাদিসের উদ্ধৃতি তুলে দিয়ে ধর্মানুরাগী সাজতে চাইছেন, তারাও ভন্ড। ধর্ম তাদের বর্ম। এই দুপক্ষই সমান বিপজ্জনক এবং ক্ষতিকর।
আরিল, আপনি নিশ্চয়ই দেখছেন, দুপক্ষের কারা কারা এই অপকর্মে যুক্ত। আপনি নিশ্চয়ই জানেন, এই অগ্নিকূন্ডে কারা কারা দেশলাইয়ের কাঠি জ্বেলে বসে আছে।
মন চাইছে না বেশি কিছু লিখতে। শুধু আপনার কাছে জানতে চাইছি, এই অরাজকতায় আপনি কী কারণে সাক্ষীগোপালের ভূমিকা পালন করছেন? ধর্মের অবমাননা যারা করছেন আর মুক্তিযুদ্ধের অবমাননা যারা করছেন, সেইসব দুর্বৃত্তকে শাস্তি দিতে না পারলে আরিল দয়া করে আমাকেই এই ব্লগে নিষিদ্ধ করুন। অন্তত কিছু একটা দেখান!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।