এত এত বনেদী লেখার ভীড়ে
আমার কাগজ ভেঙ্গে যায়
কলম যায় ছিড়ে।
এত এত হিসেবি গল্প কথায়
জ্ঞানের শক্তি যায় কমে
মনের নিবর্ুদ্ধিতায়।
এত এত মোহিনী উপন্যাসে
থেমে যায় চোখের ভাষা
আধারের অনুপ্রাসে।
এত এত আবেগী গানের সুরে
বেগহীন ভালবাসা কাঁদে
বিবাগীর অন্তপুরে।
এত এত সুপেয়ী প্রহসনে
কৌতুকের কান্নাগুলো শুনি
সঙ্গী নির্বাচনে।
এত এত প্রহরী প্রবন্ধে
হাসিগুলো চেপে রাখা দায়
আলোকিত গন্ধে।
এত এত সুরেলী সব নাটকে
দর্শকের মঞ্চে কারে দেখি
আলোকচিত্র অাঁকে।
আমি তবু লিখে যাচ্ছি বিবর্ণ ভাষায়
থেমে যাওয়া স্রোতের টানে,
কষ্টযুক্ত ভালবাসার তরঙ্গ পাঠাই
বিপরীত প্রিয়ার প্রাণে।
দেহহীন প্রাণে আমি নিত্য লিখি
ভাষাহীন কথার মালা,
জীবনের শেষ বেলা নিত্য ভাবি
অনন্তে ফেরার পালা।
31/8/2006ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।