আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে নৌকা ও মশালের প্রচারণা, মাঠে নেই লাঙ্গল

দশম সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্য তিনটিতে একক প্রার্থী থাকায় দুটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। যে তিনটি আসনে ভোট গ্রহণ হবে সেগুলোয় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা নৌকা ও জাসদ প্রার্থীর লোকজন মশাল প্রতীক নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রার্থী থাকলেও মাঠে নেই লাঙ্গল প্রতীকের প্রচারণা।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুর আলম যাদু মাঠে নেই।

তার পক্ষে প্রচারণাও চালায়নি কেউ। শেখ হাসিনার পক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এ আসনে শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, প্রচারণায় অংশ নিতে ৩১ ডিসেম্বর পীরগঞ্জ আসছেন শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। গত নির্বাচনে শেখ হাসিনা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয় পার্টির প্রার্থী নুর আলম যাদু বলেন, আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলাম। প্রত্যাহার করতে দেওয়া হয়নি। দলীয় চেয়ারম্যানকে বন্দী রেখে আমি ভোটের মাঠে নামতে পারি না। রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রার্থিতা প্রত্যাহার হয়নি। এখন পর্যন্ত তার পক্ষে প্রচারণায় নামেনি কেউ।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের সাবি্বর আহমেদ মশাল প্রতীক নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এরশাদ শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালে সাবি্বরই হবেন সংসদ সদস্য।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের টিপু মুন্শীর পক্ষে প্রচারণায় নেমেছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। ২২ ডিসেম্বর টিপু মুন্শী নির্বাচনী এলাকায় এসে কয়েকটি সভা করার পর তার কর্মী-সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী করিম উদ্দিন ভরসা মাঠে নেই।

প্রচারণাও চোখে পড়ছে না। তিনি বলেন, আমার নেতা এরশাদের নির্দেশ ছাড়া নির্বচনে নামব না। গত নির্বাচনে করিম ভরসাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুন্শী।

অন্য তিনটি আসনের মধ্যে একক প্রার্থী থাকায় রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।