আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে জমে উঠেছে নৌকা-আনারসের লড়াই

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী লড়াই। একদিকে নৌকার হেভিওয়েট প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। অন্যদিকে বঙ্গবন্ধু পরিবারের আত্দীয়, রাজনীতিতে নবাগত, স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নিঙ্ন চৌধুরী। নিঙ্ন চৌধুরীর প্রতীক হচ্ছে আনারস।

খাগড়াছড়িতে ৪ প্রার্থীই প্রচারণায় : জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ লাল ত্রিপুরা নৌকা, জাতীয় পাটির সোলায়মান আলম শেঠ লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফের সভাপতি প্রসীত বিকাশ খীসা হাতি, জেএসএস (এমএন লারমা গ্রুপের) যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি ত্রিপুরা বই প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পাহাড়ের জনপদ এখন নির্বাচনমুখী।

মতিয়া হটাও প্রচার যুদ্ধ : শেরপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশার নির্বাচনী প্রচার যুদ্ধ জমে উঠেছে। এলাকার পুত্রবধূকে হটিয়ে এলাকার শান্তি এবং উন্নয়নের জন্য আনারস প্রতীকের জন্য ভোট চাইছেন বাদশা।

রাঙামাটিতে প্রার্থী দেখেই ভোট দেবেন ভোটাররা : ১০টি উপজেলা নিয়ে রাঙামাটি জেলার একটি মাত্র সংসদীয় আসন-২৯৯। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার (নৌকা), ঊষাতন তালুকদার, ইউপিডিএফের সচিব চাকমা, সুধাসিন্ধু খীসা, আবছার আলী এবং জাতীয় পার্টির ডা. রুপম দেওয়ান লড়ছেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতির দলীয় দুই প্রতিদ্বন্দ্বীকে বহিষ্কার : বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুলিশের সাবেক আইজি আব্দুর রহিম খান এবং মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার।

পাকুন্দিয়ায় সোহরাবের নেতৃত্বে গণসংযোগ : বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপ ও নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন কিশোরগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। গতকাল শুক্রবার পাকুন্দিয়া উপজেলা থেকে তিনি এ কর্মসূচি শুরু করেছেন। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.