প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম সে প্রতিশ্রুতি রক্ষা করেছি। উন্নয়নের স্বার্থেই আগামীতে নৌকা মার্কায় ভোট চাই। '
আজ বিকেলে আড়াইহাজারে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তারা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আড়াইহাজারেও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল।
তিনি অভিযোগ করেন, সারের দাবি করায় বিএনপি কৃষকদের গুলি করে মেরেছিল, বিদ্যুত্ চাওয়ায় গুলি করেছিল। তাদের সেই চরিত্র এখনো পরিবর্তন হয়নি।
তিনি জানান, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। নারায়ণগঞ্জ জেলায় কী কী উন্নয়ন করা হয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, `সব উন্নয়নের কাজ হবে যদি আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করুন।
'
বিরোধী দলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, `তারা ক্ষমতায় এলে আবারো জঙ্গিবাদ আসবে, ধর্ষণ আসবে। আবার সেই মানুষ হত্যা শুরু করবে। খালেদা নতুন ধারার রাজনীতির নামে আবার সেই রাজনীতি শুরু করতে চান। '
শেখ হাসিনা অভিযোগ করেন, `বিরোধী দলীয় নেতা এতিমদের সম্পদ লুটে খেয়েছেন, বিদেশে টাকা পাচার করেছেন। এখন তিনি আদালতে হাজির হতে ভয় পান।
'
জনসভায় এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।