রাতের আকাশে অসংখ তারার মাঝে কিছু তারা আছে যার নাম কেউ জানেনা... তারার কি বা এসে যায় তাতে... তবু সে আলো বিলায়...
তোমার সেই গোলাপের গল্পটা মনে আছে?
সেই যে... গেলো বসন্তে
তোমার ফুলদানিতে রাখা আরো অনেক গোলাপের মাঝে
সবচেয়ে সাদা?
তুমি তার গন্ধ নিয়ে বলেছিলে,
এই যে সুগন্ধ
তা তোমার অলিন্দের অন্ধকারে একটি বাসনা হয়ে জলবে
চিরকাল।
বসন্ত চলে গেলো...
আরো অনেক মৃত গোলাপের ধংসস্তুপে
সেই গোলাপ তুমি কোথাও পাবেনা।
তবু...
ভিষন জানতে ইচ্ছে করছে,
তোমার বুকের ভেতর সেই গন্ধ এখনো টের পাও?
সে কি এখনো শুভ্র সতেজ পাপড়ীর মতো
মিষ্টি কোন সুবাস?
নাকি বিষাক্ত দুর্গন্ধময়?
নাকি তোমার মতোই শুকনো কাঠ হয়ে হারিয়ে গেছে
আরো অনেক মৃত গোলাপের মাঝে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।