আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে যে চিপগুলো ব্যবহৃত হয়ে আসছে সেগুলোর প্রত্যেকটিই বৈদু্যতিক চার্জ আকারে তথ্য জমা রাখে। হার্ড ডিস্ক বা ফ্লপির মতো চুম্বকত্ব ব্যবহার করে না। যেমন কম্পিউটারের র্যাম। বিদু্যৎ চলে গেলেই যার স্মৃতি মুছে যায়। এতোদিন এটাকেই স্বাভাবিক মেনে আসছিল সবাই। কিন্তু যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা ফ্রিস্কেল সাহস করে এ চিপ-প্রযুক্তিতে নিয়ে এসেছে যুগান্তকারী পরিবর্তন। তারা এমন একটি চিপ বানিয়েছে যা ম্যাগনেটিক চার্জ আকারে তথ্য জমা রাখতে সক্ষম। যার নাম ম্যাগনেটোরেসিসটিভ র্যান্ডম অ্যাকসেস মেমোরি (Magnetoresistive Random Access Memory) যা সংক্ষেপে এ্যামর্যাম MRAM।
এমপিথ্রি প্লেয়ার ও পামটপ কম্পিউটারের মতো ছোটখাটো ইলেকট্রনিক যন্ত্রে এটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।
বাণিজ্যিকভাবে [link|http://www.freescale.com|wd
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।