আমাদের কথা খুঁজে নিন

   

গণ্ডার রক্ষার্থে শিংয়ে লাগানো হবে মাইক্রোচিপ

বিশ্ব জীব বৈচিত্র্যের দেশ কেনিয়ায় রয়েছে প্রচুর গণ্ডার। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে আশঙ্কা জনক হারে গণ্ডার নিধন হচ্ছে। তাই কেনিয়ার সরকার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের আর্থিক সহায়তায় সে দেশের অবশিষ্ট গণ্ডার রক্ষার্থে গণ্ডারের শিংয়ে মাইক্রোচিপ সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।

গণ্ডারের শিং বর্তমানে কালোবাজারে স্বর্ণ থেকেও মূল্যবান একটি বস্তু। ফলে চোরাকারবারিরা শিং সংগ্রহ করতে নির্দয়ভাবে গণ্ডার হত্যা করছে।

ফলে গণ্ডার রক্ষা করতে হলে এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরী মনে করছেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের কর্মকর্তারা।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের পক্ষ থেকে কেনিয়া সরকারকে ১০০০ টি হাতের নখের মত সূক্ষ্ম মাইক্রোচিপ এবং পাঁচটি স্ক্যানার সর্বরাহ করা হয়েছে যা প্রতিটি গণ্ডারের শিংয়ে সংযুক্ত করা হবে এবং স্ক্যানার দিয়ে তাদের উপর নজর রাখা হবে।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড জানিয়েছে, এসব চিপে প্রতিটি গণ্ডারের ডিএনএ নমুনা সংগৃহীত থাকবে। ফলে গণ্ডার নিধন অনেকটাই হ্রাস পাবে, একই সাথে পাচারকারীর বিষয়েও ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, ১০০০ টি মাইক্রোচিপ এবং স্ক্যানারের জন্য প্রায় ১৩ লক্ষ্য টাকা খরচ হয়েছে এবং এসব চিপ ফিটিংস করতে এই ব্যয় আরো অনেক বাড়বে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।