আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডে কুকুরের শরীরে মাইক্রোচিপ লাগানো ‘বাধ্যতামূলক’ হচ্ছে

ইংল্যান্ডে কুকুরের শরীরে মাইক্রোচিপ লাগানো ‘বাধ্যতামূলক’ হচ্ছে উজ্জ্বল দাস, লন্ডন থেকে | তারিখ: ২৩-০৪-২০১২ ইংল্যান্ডে কুকুরের শরীরে শনাক্তকারী মাইক্রোচিপ বসানো ‘বাধ্যতামূলক’ হচ্ছে। হিংস্র কুকুর শনাক্ত করা, পোষা কুকুরের সঠিক দেখভাল নিশ্চিত ও কুকুরের প্রকৃত মালিককে সহজে শনাক্ত করার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সোমবার এ-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হবে। যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডে গত মাসে কুকুরের শরীরে মাইক্রোচিপ লাগানোর আইন হয়েছে। ওয়েলস চলতি বছরের শেষের দিকে এমন একটি আইন করার কথা বিবেচনা করছে।

কুকুরের মালিকদের নিজ খরচে তাঁদের পোষা প্রাণীটির শরীরে চিপ বসাতে হবে। ওই চিপে কুকুর ও এর মালিকের বিস্তারিত তথ্য থাকবে। এ সম্পর্কিত কেন্দ্রীয় তথ্য ভান্ডার থাকবে পুলিশ ও দ্য রয়্যাল সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রয়েল্টি টু অ্যানিম্যালস নামের একটি দাতব্য সংস্থার নিয়ন্ত্রণে। দেশটিতে পশু অধিকার নিয়ে কাজ করার বিভিন্ন সংগঠন সরকারের এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। সংগঠনগুলোর মতে, এই চিপ বসানোর ফলে বেওয়ারিশ কুকুরের হার কমে যাবে ও এগুলোর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

পরিবেশ ও খাদ্য বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘কুকুরের দায়িত্বজ্ঞানহীন মালিকদের কারণে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য আমরা খুব শিগগিরই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। ’ Click This Link উপরের খবর পড়ে মনে হচ্ছে, আমাদের বাংলাদেশের সব রাজনীতিবিদ ও সন্ত্রাসীদের শরীরে এই চিপ লাগানো উচিৎ। এই চিপ লাগানো থাকলে কি ইলিয়াস আলীকে গুম করে রাখা যেত? শরীরে এই চিপ লাগানো থাকলে যেমন রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, ঠিক তেমনি কোন সন্ত্রাসী কোথায় কি কুকর্ম করছে, পুলিশ তার হদিস অনায়াসেই করতে পারবে। মোটকথা, তাহলে আমাদের মত নিরেট, গোবেচারা, সাধারণ নাগরিকেরা একটু শান্তিপূর্ণ জীবন পেতে পারতাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.