[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
আমার চাষ করা জমিনে সত্যের ফসল
মাঝে মাঝে মিথ্যার আইল।
সবটুকু জমি নিজ দখলে
আইল তাই ঘন ঘন ওঠেনি গড়ে।
ফসলে ফসলে বিসদৃশ্য ,
তাই পৃথকীকরণ আইল
একটা হতে আরেকটা অনেক দূরে দূরে।
সত্যের ক্ষেতে ক্ষেতে পদচারণ ঘটে
প্রায় প্রতিদিনই, সত্যের সবুজ পত্র
পরশে অঙ্গে অঙ্গে জাগে অনুভূতির পুলক।
সত্য ক্ষেতে সত্য ফসলের উপর বয়ে যায়
সত্য বাতাস। বুক ভরা নিঃশ্বাসে বেঁচে ওঠে
অর্ধমৃত জীবন। সত্যের ক্ষেতে হাঁটতে হাঁটতে
যখন সত্য কাদা লেগে যায় পায়, উঠে পড়ি
কাছাকাছি কিছুু মিথ্যা আইলে,
কাদা মুছি মিথ্যা আইলের অবুঝ
কচি কচি ঘাসের পাতায়। অবোধ
ঘর্ষণে কচি পাতার তীক্ষ্ন ধারে দাগ
পড়ে যায় কভূ পায় পায়। চারপাশে
সত্যের সবুজ হিল্লোলের আড়ালে
মিথ্যের নিচু নিচু আইল স্থায়ী দাগ কেটে
দেয় এভাবে জীবনে। আইল গুলো
ভেঙ্ মে;িশিয়ে দেব তাই জীবন জমিনে
যেদিন সবগুলো সত্য ফসল বড় হবে,
ছেয়ে যাবে চারপাশ সত্য সবুজে, হবে
জীবন সত্যে পূর্ণ, সেদিন যে কবে?
[আন্ডার]17/02/2006[/আন্ডার]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।