আমাদের কথা খুঁজে নিন

   

21 আগষ্ট, চোখে দেখা বিভীষিকা

লিখছি এলোমেলো ভাবনা নিয়ে

অনান্য দিনের মতো আজও ইতিহাসের একটি কালো দিন। আজ 21 শে আগষ্ট। এই দিনে স্মরণকালের (বাংলাদেশে) ভয়াবহ বোমা হামলা ঘটে। জীবনের প্রথম চাকরি, প্রথম অফিস বঙ্গবন্ধু এভিনিউয়ে। রমনা ভবনের 5 তলায় কাজ করছি।

বিকেল বেলা কাজের ফাকে একটু অবসর ছিলো সেই ফাকে বারান্দায় দাঁড়িয়ে শেখ হাসিনার ভাষণ শুনতেছিলাম। শেখ হাসিনার অবস্থান ছিলো একটি মিনি ট্রাকের উপর। হঠাৎ ভয়ংকর এক আওয়াজ। বুঝতে পারলাম না আসলেই কি ঘটছে। লক্ষ্য করলাম মানুষজন যে যেভাবে পারছে ছুটছে।

নেত্রী শেখ হাসিনাকে অনেকগুলো মানুষ মানবপ্রাচীর দিয়ে ঢেকে রেখেছে। একটার পর একটা গ্রেনেড পড়তে লাগলো। অসহায়ের মতো তাকিয়ে দেখলাম কারো হাত, পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তুলোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। হঠাৎ লক্ষ্য করলাম এক মহিলার (আইভি রহমান) নিম্নাঙ্গ ঝুলে পড়ে আছে। মৃতপ্রায় মানুষেরা সদ্য কাটা মাছের মতো ছটপট করছে।

তখনই জ্ঞান হারালাম। আমার পাশে অবস্থানরতরা আমাকে ধরে অফিসের ভিতরে নিয়ে গেলো। কতক্ষণ পর জ্ঞান ফিরলো। এরই মধ্যে ভয়ংকর ও বীভৎস ঘটনাটি ঘটে গেলো। জীবনে এই প্রথম এতগুলো মানুষকে অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে মৃতু্যর কোলে ঢলে পড়ে যেতে দেখলাম।

ছবি কৃতজ্ঞতা যুগান্তর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।