তুই যেদিন পিছুটান দিয়েছিলি
সেদিন তোর নামের সাথে...
ভন্ড বা প্রতারক তকমা লাগিয়ে
নতুন কোন ছবি আঁকতে পারিনি!
যখন কারনে-অকারনে আমাকে অজস্র গালি দিতিস,
তখন অভিমান হত, রাগ হত,
মাঝে মাঝে আবার হেসে উড়িয়েও দিতাম!
কিন্তু কখনোই উল্টো তোকে গালি দিয়ে গালিবাজ বলে আক্রমন করিনি!
কিংবা সেরকম কোন ছবিও আঁকিনি !
এই তুই-ই আবার যখন আমাকে হুমকি দেয়া শুরু করলি
তখন কষ্টে বুকটা ঝাঁজরা হয়ে গেল...
কিন্তু সেই তোকে সন্ত্রাসীর চেহেরাই আঁকিনি !
মায়া- মমতা- ভাললাগা আর ভালবাসার
যে বাঁধনে তুই আমাকে বেঁধেছিলি -
আমি সেই তখন-ই তোর একটা ছবি
মনে মনে এঁকে ফেলেছিলাম!
এখনো সেটাকেই আঁকড়ে ধরে আছি!
তাই তোর ইদানিং কালের আচরন গুলো নিয়ে
ঘসা-মাজা করে সেই ভালবাসার ছবিটাকে
মুছে ফেলে নতুন কোন ছবি আঁকতে পারিনি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।