টুকিটাকি ভাবনাগুলো
আগামী সপ্তাহে প্রাগে এস্ট্রোনোমারদের একটি মিটিংয়ে নির্ধরিত হবে আমাদের নতুন সোলার সিস্টেম । জোতির্বিদরা ইতিমধ্যেই তিনটি নতুন গ্রহকে বর্তমান সোলার সিস্টেমের সাথে যোগ করার প্রস্তাব দিয়েছেন । নতুন সদস্যরা হল সেরেস, স্যারন ও জেনা ("2003 UB313") ।
প্রস্তাবটি পাস হলে বিদ্যালয়ের বই পুস্তকে এসংক্রান্ত পরিবর্তন আনতে হবে । ([লিংক=যঃঃঢ়://হবংি.ননপ.পড়.ঁশ/2/যর/ংপরবহপব/হধঃঁৎব/4795755.ংঃস]বিবিসি[/লিংক])
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।