ভালো ছেলে...মা বলেছেন। " 12 Angry Men "
মুক্তিকালঃ ১৯৫৭সাল,
পরিচালকঃ Sidney Lumet
সময়ঃ ৯৬ মিনিট,
প্লটঃ খুবই সহজ একটা মামলা। এক স্প্যানিশ-আমেরিকান যুবকের বিরুদ্দে তার পিতাকে হত্যার অভিযোগ;শুদু অভিযোগ বললে ভুল হবে,তা আদালতে প্রমানিত। জুরিদের দায়িত্ব সর্বসম্মতি ক্রমে একটি রায় ঠিক করা। জুরিরা বিভিন্ন পেশার বার জন ব্যক্তি।
মৃত্যুদণ্ড তাদের হাতের মুঠোয়। খুনের প্রত্যক্ষদর্শীও আছে ২ জন। এক বুড়ো ভদ্রলোক যিনি পাশের রুমে থাকেন এবং রাস্তার উলটো পাশের বাড়ীর মহিলা। একটি প্যাক্টও আছে,খুনের পর ঘটনাস্থলে একটি ছুরি পাওয়া যায় যা জৈনিক দোকানদার সনাক্ত করেন ছেলেটি তার দোকান থেকে কিনেছে। পানির থেকেও প্লেইন হিসাবনিকাশ।
১১ জন জুরি তাকে দোষী সনাক্ত করেন,একজন এতসহজে কাউকে ফাঁসীতে ঝুলাতে চাননা। আবার তারা যুক্তিযুদ্ধে নামেন,দেখা যায় আদালতে যত সহজে রায় দেয়ার কথা বলছিল তা এতোটা সহজ না......
বাকিটা দেখ। অসাধারন একটি মুভি। Henry Fonda সহ বাকি অভিনেতাদের প্রানবন্ত অভিনয়ই মুভিটার প্রাণ।
।
অত্যন্ত দুঃখের বিষয় অভিনেতারা আজ আর কেউ বেঁচে নেই... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।