আমাদের কথা খুঁজে নিন

   

মাথামোটা শিক্ষাব্যবস্থা আর পাঠ্যপুস্তক।

আমি তো আমি নই। হয়তোবাঅন্য কেউ ধারণ করছে আমার মাঝে। তারই ছায়া খোঁজার চেষ্টা আমার। আমাদের দেশ একটা আজব দেশ। যেমন হবুচন্দ্র রাজা তেমনি তার গবুচন্দ্র মন্ত্রী।

দেশের শিক্ষাব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বার বার এর বদলাবদলির চাপে পড়ে কোমলমতি বাচ্চারা যে কি চাপে পড়েছে তা অচিন্তনীয়। প্রথমে আসি নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের কথায়। এবার নতুন করে জ্যামিতি আর বীজগণিত একসাথে দেয়া হয়েছে। অঙ্ক বইয়ের পাতায় পাতায় ভুল।

এক লেখা তিনবার চারবার। অঙ্কের উত্তর ভুল। একটা হযবরল অবস্থা। এন সি টি বি র ওয়েবসাইটে যে বইটা দেয়া আছে সেটা কি ফন্টে দেয়া তা কে জানে। পড়ার কোন জো নেই।

তারপর সবার জন্য নাকি বই নিশ্চিত। মাসের অর্ধেক পার হলেও অনেক স্কুলে এখনো অনেক বই আসেইনি। প্রতিবছর এই ভিন্ন ভিন্ন পদ্ধতি কি উন্নতি করছে শিক্ষব্যবস্থার বুঝিনা। এই নতুন পদ্ধতিতে শিক্ষাদান করার জন্য বিশেষ প্রশিক্ষন এর প্রয়োজন। সে ব্যবস্থা কি আদৌ করা হবে? আমি মনে করি বই এর প্রয়োজন যতটা তার চেয়ে বেশী প্রয়োজন খাতা দেখা আর গ্রেডিং সিস্টেম এর পরিবর্তন।

কবে যে এদের ঘুম ভাঙবে। মাননীয় শিক্ষামন্ত্রীকে ভালো লোক মনে করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সব এক ক্ষুরে মাথা কামানো লোক। এরা আসলে কখনো ভালো মানুষ হতে পারেনা। পর্যাপ্ত শিক্ষা উপকরনের সরবরাহ না করে এরা বড় বড় বুলি আওড়াতে ব্যস্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.