যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
Man must accept God through reason,
not through miracles.
The greatest miracle of God is the human mind. It allows ideas to be thought through and reasoned out.
- Imam Ali al Ridha, blessed be his soul.
প্রত্যেকের চিন্তার ধরনটা আলাদা। এইজন্য এ্যাপ্রোচটা খুব জরুরী। মেন্টাল ওরিয়েন্টেশন সবার সমান নয়। তাই এক এ্যাপ্রোচ সবার কাছে আকর্ষণীয় নয়। কথাটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি তা ভিন্ন ভিন্ন যুগ বা সময়ের ক্ষেত্রেও জেনারেলাইজ করা সম্ভব।
একটা সময় ছিলো যখন ধর্ম মানেই পৌরাণিক কাহিনী, কারন সেটাই মানুষকে আকর্ষন করতো। অলৌকিক কাহিনী মানুষকে নৈতিকতা বুঝতে, জানতে, মনে রাখতে সাহায্য করতো। হিন্দু বা গ্রিক ধর্মে পৌরাণিক কাহিনীর পেছনের কারনটা সেটা।
সেই সময় পালটে যাওয়ার পরে একটা যুগ ছিলো যখন সেই ঝোক থেকে মানুষ সরে এসেছে। ধর্ম প্রচারকের বলিষ্ট নেতৃত্ত্ব ও ক্ষমতার প্রকাশকে আরো আকর্ষণীয় মনে হয়েছে।
ইহুদী ধর্মের পরম পুরুষ মোসেস বা মুসা (তার আত্নার প্রতি শান্তি) এরকম একটি চরিত্র। বলিষ্ট নেতৃত্ত্বের আকাংখা ইহুদী ধর্মালম্বীদের মধ্যে এতটাই ছিলো যে ওলড টেস্টামেন্টে প্রতিশ্রুত পরের নবী ঈসা (সালাম) যখন পৃথিবীতে আসলেন, তার ভিতরে রাজসিক আচরন না দেখতে পেয়ে তাকে পুরোপুরি অস্বীকার করে বসলো ইহুদীদের বড় অংশটাই।
তাকে হেয় করা হতো, কটুক্তি করা হতো "ভন্ড রাজা" বলে, কারন ঈসা এর ভিতরে সেই বলিষ্ট নেতৃত্ত্বের এ্যাপ্রোচটা ছিলো না। তিনি অনেক নরম মনের মানুষ ছিলেন। তিনি প্রেম দিতে এসেছিলেন, প্রেম পেতে এসেছিলেন।
তাই তার এ্যাপ্রোচটায় মানব প্রেমটাই মুখ্য রূপ লাভ করেছে।
উপরের কোটেশনটা আধুনিক সময়ের এ্যাপ্রোচকে প্রতিফলন করে। বিস্তারিত সামনের কিস্তিতে।
Quotation Credit http://unseenjourney.blogspot.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।