এক সময়ে মধুপুরে, গাছের ডালে ডালে
অনেক মৌচাক, দেখেছি থাকতো ঝুলে ঝুলে।
হরহামেশা, অনেক মধু পাওয়া যেতো সেথায়
দৃশ্য দেখেতে মজাও ছিলো যেনো তথায়।
অনেক মধু সহজে পাওয়াও যেতো
ফলে, বহুজনের জীবিকাও নির্বাহ হতো।
বর্তমানে মধুপুরের বন সমানে হচ্ছে উজাড়
মৌমাছি নেই, মধুও যেনো সেভাবেই হচ্ছে সাবাড়।
মধুপুরে তাই আজ, মধুর সমারহ অনেকটাই নাই
মধুপুরে মৌয়ালি শূণ্য অনাসে বলা যায় তাই।
মৌমাছি ও মধু, মহান প্রভুর অশেষ অবদান
দৈনিক সকলে সম্ভব হলে একটু করে মধু খান।
মধু মূলত: নিয়ে থাকে অনেক অনেক গুণ
একটু একটু করে মধু খেয়ে অনেক রোগ সারান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।